ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

কম্পিউটার উৎপাদনে ইক্যুইটি ফান্ড দেয়ার আশ্বাস অর্থমন্ত্রীর

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৮ ঘণ্টা, জুন ২২, ২০১৬
কম্পিউটার উৎপাদনে ইক্যুইটি ফান্ড দেয়ার আশ্বাস অর্থমন্ত্রীর

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সাথে মঙ্গলবার (২১ জুন) সচিবালয়ে তার কার্যালয়ে সাক্ষাত করেছেন বাংলাদেশ কম্পিউটার সমিতির (বিসিএস) প্রতিনিধিরা।

এতে বিসিএস সভাপতি আলী আশফাক নেতৃত্ব দেন।

প্রতিনিধি দলটি বাজেট পরবর্তী তথ্যপ্রযুক্তি খাতের সংশ্লিষ্ট বিষয়াদি নিয়ে আলোচনা করেন অর্থমন্ত্রীর সাথে।

আলোচনায় তারা সমিতির বর্তমান কর্মকান্ড ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা অর্থমন্ত্রীকে অবহিত করেন। একইসঙ্গে এসকেডি/সিকেডি পণ্যের সকল পর্যায়ে সমুদয় ভ্যাট প্রত্যাহার, এটিভি ও প্যাকেজ ভ্যাট পুনঃনির্ধারণ, কমন এইচ.এস কোড এর কারণে সৃষ্ট বিশৃঙ্খলা নিরসন এবং দেশে কম্পিউটার শিল্পগড়ে তোলার লক্ষে ৫০০ কোটি টাকার ইক্যুইটি ফান্ড প্রদানের লিখিত প্রস্তাব দেন।

অর্থমন্ত্রী প্রস্তাবিত বিষয়গুলো মনযোগ সহকারে দেখেন এবং তা বাস্তবায়নসহ ইক্যুইটি ফান্ড প্রদানের বিষয়টি বিশেষভাবে বিবেচনা করবেন বলে আশ্বাস দেন।

বিসিএস প্রতিনিধি দলটিতে ছিলেন বিসিএস সহ-সভাপতি ইউসুফ আলী শামীম, মহাসচিব ইঞ্জি. সুব্রত সরকার এবং সাবেক কোষাধ্যক্ষ জাবেদুর রহমান শাহীন।

বাংলাদেশ সময়: ১৮৪৬ ঘণ্টা, জুন ২২, ২০১৬
এসজেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।