ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

ঈদে এইচপি ২৪০ জি৪’র সাথে মাইক্রোম্যাক্স স্মার্টফোন! ‌

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫২ ঘণ্টা, জুন ২২, ২০১৬
ঈদে এইচপি ২৪০ জি৪’র সাথে মাইক্রোম্যাক্স স্মার্টফোন!  ‌

ঈদ উপলেক্ষে এইচপি গেমিং ল্যাপটমে ‘গরম দিনের চরম’ অফার নিয়ে এসেছে প্রযুক্তিপণ্য প্রতিষ্ঠান স্মার্ট টেকনোলজিস লি:। তাই ঈদে যাদের প্রযুক্তিপণ্যের (ল্যাপটপ এবং স্মার্টফোন) বাজেট রয়েছে তারা এইচপি ল্যাপটপ কিনে সঙ্গে ফ্রি পেতে পারেন দারুণ একটি মাইক্রোম্যাক্স স্মার্টফোন।

ইন্টেলের পঞ্চম প্রজন্মের ২.০ গিগাহার্জ স্পিডের কোর আইথ্রি ৫০০৫ইউ প্রসেসর যুক্ত এইচপি ২৪০ জি৪ মডেল চলছে অফারটি।  

ঢাকার আইডিবি, মাল্টিপ্ল্যান সেন্টার, যমুনা ফিউচার পার্ক, শান্তিনগর স্টান প্লাস থেকে গ্রাহকরা অফারকৃত ডিভাইসটি কিনতে পারবেন।

সংশ্লিষ্ট সুত্র মতে, অফারটি শুধু ঢাকা কেন্দ্রিক নয় দেশব্যাপী গ্রাহকরা উপভোগ করতে পারবেন।

ল্যাপটপটির ১৪.১ ইঞ্চি ডিসপ্লে ডায়গোনাল হাই-ডেফিনেশন লেড প্রযুক্তির। প্রয়োজনীয় অন্যান্য বৈশিষ্ট্যগুলো- ৪জিবি ডিডিআরথ্রি ৠাম, হার্ডড্রাইভ ১টিবি, সুপার মাল্টি ডিভিডি রাইটার, রেডিওন আর৫ এম৩৩০ ডেডিকেটেড ২ জিবি গ্রাফিক্স।

কালো রঙের এই ল্যাপটপের বাজার মূল্য ৩৫০০০ টাকা।

ওয়্যারেন্টি ১ বছর।

স্টক থাকা পর্যন্ত অফারটি উপভোগের সুযোগ থাকছে।

বাংলাদেশ সময়: ১৫৫০ ঘণ্টা, জুন ২২, ২০১৬

এসজেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।