ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

আন্তর্জাতিক ইন্টারনেট নীতি অমান্য করছে গুগল

সিজারাজ জাহান মিমি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২৮ ঘণ্টা, আগস্ট ১০, ২০১০
আন্তর্জাতিক ইন্টারনেট নীতি অমান্য করছে গুগল

এ মুহূর্তে বিশ্বজুড়ে ইন্টারনেট ব্যবহারের সমবণ্টন নিয়ে নানা মহলের অভিযোগ আছে। অভিযুক্তের তালিকায় বাদ পড়েনি গুগল এর নামও।

ইন্টারনেট ব্যবহারে গুগল বিশ্বব্যাপী সমবন্টন আইন ভঙ্গের কারণে আবারও অভিযুক্ত হয়েছে।

গুগল অবশ্য এ অভিযোগ স্বীকার করে জানিয়েছে, যুক্তরাষ্ট্রের কমিউনিকেশনস প্রোভাইডার ভেরিজন এর সঙ্গে তাদের ইন্টারনেট ট্যাফিক সরবরাহে নতুন রুপরেখার বিষয়ে আলোচনা হয়েছে।

গুগল সূত্র জানিয়েছে, এ বিভাজন করা হবে শুধু পারিপার্শ্বিক অবস্থা বিবেচনা করে। যেমন অনুমোদনযোগ্য কিছু প্রতিষ্ঠানে এটি প্রযোজ্য হবে। কিন্তু নিরপে নীতি বা ইন্টারনেট সমবন্টন নীতি ছিল ওয়েব প্রতিষ্ঠাকালীন পরিকল্পনার অন্যতম শর্ত।

গুগল প্রধান নির্বাহী কর্মকর্তা এরিক স্কুমিডথ বলেন, গুগল অনেকদিন থেকেই ভেরিজন এর কাছে সুস্পষ্টভাবে সমবন্টন নীতি সম্পর্কে জানতে চেয়েছে।

যদিও পুরো ব্যাপারটি এখনও স্বচ্ছ নয়। তারপরও গুগল এবং ভেরিজন এর সমঝোতার খরবটি খুব দ্রুতই ইন্টারনেট বিশ্বের শীর্ষ আলোচনায় উঠে এসেছে।

বাংলাদেশ স্থানীয় সময় ১৮২৫ ঘণ্টা, আগস্ট ১০, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।