ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

জিডিজি বাংলার আয়োজনে গুগল আইও এক্সটেন্ডেড

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৭ ঘণ্টা, জুন ১৯, ২০১৬
জিডিজি বাংলার আয়োজনে গুগল আইও এক্সটেন্ডেড

গত মাসে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালিতে অনুষ্ঠিত হয় প্রযুক্তি বিশ্বের সবচেয়ে বড় সম্মেলন গুগল আইওগুগলের এই প্রোগ্রামের আদলে বাংলাদেশে গুগল আইও এন্ডেক্সটেড এর আয়োজন করে গুগল ডেভেলপারস গ্রুপ (জিডিজি) বাংলা।

  ঢাকার কারওরান বাজারের টিসিবি ভবন মিলনয়াতনে শুক্রবার অনুষ্ঠিত এই সম্মেলনে অংশ নিয়েছিল ৭০০ শিক্ষার্থী

এদিন সকালে নিবন্ধনের মাধ্যমে শুরু হওয়া  সম্মেলনে গুগল আইও কিনোট উপস্থাপন সহ বেশ কিছু প্রযুক্তি বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়।

 ছিল ‘টুয়ার্ডস বিলিয়ন’ শীর্ষক বিশেষ আলোচনা এখানে বাংলাদেশের মোবাইল বা ইন্টারনেট নির্ভর বিভিন্ন সেবার কি অবস্থা কিংবা শতকোটি মানুষের জন্য কোন অ্যাপলিকেশন তৈরির জন্য আমরা কতটা প্রস্তুত সেই বিষয়গুলো নিয়ে আলোচনা হয়

অন্যরকম গ্রুপের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী মাহমুদুল হাসান, এমসিসি লিমিটেডের প্রধান নির্বাহী আশরাফ আবীর, গ্রামীণফোনের হেড অব টেলিনর ডিজিটাল প্রোডাক্টস ফারহানা ইসলাম, ফুড পান্ডার ব্যবস্থাপনা পরিচালক আমবারিন রেজা এবং জিডিজি বাংলার উপদেষ্টা ও ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশের কম্পিউটার বিজ্ঞান বিভাগের প্রধান কাজী হাসান রবিন উপস্থিত ছিলেন এ আয়োজনে

গ্রামীনফোনের হেড অব ইন্টারনাল কমিউনিকেশনস্‌ খায়রুল বাশার সেশনটি পরিচালনা করেন।

অনুষ্ঠানের শুরুতে গুগল আইও এক্সটেনডেড এর মূল বক্তব্য উপস্থাপন করেন বাংলাদশে গুগলের কান্ট্রি মার্কেটিং কনসালটেন্ট হাশমী রাফসানজানি।

এছাড়া মোটিভেশনার সেশন পরিচালনা করেন কমেডিয়ান নাভিদ মাহবুব। এতে গুগলে বাংলা নিয়ে কি কাজ হয়েছে তা তুলে ধরেন জিডিজি বাংলার ব্যবস্থাপক এবং এশিয়া প্যাসিফিক বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ড. খান মোহাম্মদ আনোয়ারুস সালাম।

পুরো অনুষ্ঠানটি পরিচালনা করেন জিডিজি বাংলার ব্যবস্থাপক জাবেদ সুলতান পিয়াস।

উল্লেখ্য, এই সম্মেলনে অংশ নিতে দুই দিনে ৫ হাজার ছেলে মেয়ে নিবন্ধন করেন। তাদের মধ্য থেকে ৭০০ জন আমন্ত্রিত ছিলেন

বাংলাদেশ সময়: ১৯৪৫ ঘণ্টা, জুন ১৯, ২০১৬

এসজেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।