ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

ছয় মাসেই এমএনপি সেবা হাতে হাতে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৪ ঘণ্টা, জুন ১৪, ২০১৬
ছয় মাসেই এমএনপি সেবা হাতে হাতে

ঢাকা: যেই টেলকোতে সস্তা পাবেন, কিংবা সার্ভিস ভালো পাবেন গ্রাহক সেটাতেই যাবেন। কিন্তু তার জন্য বড় সমস্যা নাম্বারটা পাল্টে যাওয়া।

বিটিআরসি বলছে, সে সমস্যা আর থাকছে না। শিগগিরই দেশে চালু হচ্ছে মোবাইল নম্বর পোর্টেবিলিটি (এমএনপি) সার্ভিস। এতে ফোন নম্বর অপরিবর্তিত রেখে অপারেটর পরিবর্তন করতে পারবেন যে কোনও গ্রাহক।

এ নিয়ে মঙ্গলবারেই আসছে ঘোষণা। টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) এই সেবা চালুর রোডম্যাপ ঘোষণা কেরে লাইসেন্স নিলামের চূড়ান্ত নীতিমালাও প্রকাশ করার প্রক্রিয়ায় রয়েছে।

আগস্ট বা সেপ্টেম্বরেই হবে লাইসেন্স নিলামের তারিখ নির্ধারণ। আর যে প্রতিষ্ঠানকেই লাইসেন্স দেওয়া হোক তাদের পুরো প্রক্রিয়া সম্পন্ন করে গ্রাহক পর্যায়ে সেবা পৌঁছে দিতে ছয় মাসের বেশি সময় লাগবে না। সে হিবেবে বলা যায় ২০১৬ সালের শেষ ভাগেই এমএনপি সেবা মানুষের হাতে হাতে পৌঁছে যাবে।

লাইসেন্সে মেয়াদ হবে ১৫ বছর। এটি নিতে ফি হিসেবে দিতে হবে তিন কোটি টাকা। আর আবেদন ফি এক লাখ ও বার্ষিক লাইসেন্স ফি হবে ৫০ লাখ টাকা।

মঙ্গলবারের সংবাদ সম্মেলনেই জানানো হবে এর বিস্তারিত রোডম্যাপ।

তবে এই সেবা বিশ্বের দেশে দেশে চালু হয়েছে আরও অনেক আগে। দেড় দশকেরও বেশি সময় আগে উন্নত বিশ্ব এই সেবা চালু করে। প্রতিবেশি ভারতেও চালু হয়েছে পাঁচ বছরের বেশি সময় আগে।

বাংলাদেশে এই সেবা চালুর প্রক্রিয়া শুরু হয় ২০১৫ সালের গোড়ার দিকে। কিন্তু নীতিমালা প্রণয়ন একটি বড় কাজ ছিলো। যা শেষ করতে এক বছরের বেশি সময় লেগে যায়। এরই মধ্যে খসড়া গাইডলাইন প্রস্তত হয়ে গেছে। মঙ্গলবারের ঘোষণা থেকে এই যাত্রায় বড় অগ্রগতি আসবে।

বাংলাদেশ সময় ১০১৭ ঘণ্টা, জুন ১৪, ২০১৬
এমএমকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।