ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

রবি’র বিজ্ঞাপন

ইন্টারনেট কাজে লাগিয়ে সমাজ পরিবর্তনের আহ্বান

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৬ ঘণ্টা, জুন ১২, ২০১৬
ইন্টারনেট কাজে লাগিয়ে সমাজ পরিবর্তনের আহ্বান

ঢাকা: সংযম ও আত্ম-শুদ্ধির রমজান মাসে ইন্টারনেটের শক্তি কাজে লাগিয়ে সমাজের প্রতি সহায়তার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়েছে মোবাইল ফোন অপারেটর রবি।

রমজান মাস উপলক্ষে তৈরি একটি টিভি বিজ্ঞাপনে দেখা যায়, ইন্টারনেট শুধু সেলফি তোলা, লাইক দেওয়া, ডাউনলোড করা বা আপলোডের জন্য নয়।

এর মাধ্যমে আমরা চারপাশের মানুষগুলোর দিকে বাড়িয়ে দিতে পারি সহায়তার হাত।

পবিত্র এই মাসে সবাই যখন সুগুণাবলীর বিকাশে আগ্রহী, তখন প্রকৃতপক্ষে সামঞ্জস্যপূর্ণ একটি আহ্বান জানিয়েছে অপারেটরটি। অন্যদিকে ক্রমবর্ধমান ডিজিটাল সমাজ ব্যবস্থার অগ্রগতিতে এ আহ্বান সময়ের দাবি।

বিজ্ঞাপন চিত্রের বিষয়বস্তু তুলে ধরে রোববার (১২ জুন) রবি সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, এক দল শিশু ইন্টারনেটকে কাজে লাগিয়ে ভিন্নভাবে অক্ষম একজন প্রতিবেশী শিশুর জীবনকে সহজ করার লক্ষ্যে এগিয়ে এসেছে। তারা সিঁড়ির ওপর একটি ঢালু পথ তৈরি করে দেয় যাতে ওই শিশুটিও তাদের সাথে মাঠে গিয়ে খেলতে পারে।

এ শুধু একটি ধারণা- যা বুঝিয়ে দেয় ইন্টারনেট ব্যবহার করে কীভাবে সমাজে ইতিবাচক পরিবর্তনের জোয়ার আসতে পারে। ইন্টারনেট ব্যবহার করে পিছিয়ে থাকা একজন শিশুর প্রতি সহমর্মী হওয়া শিশুগুলো পুরো সমাজের অনুকরণীয় চরিত্র।

অনেকেই বলে থাকেন, আজকের সমাজ বড়ই আত্মকেন্দ্রিক। কিন্তু ইন্টারনেট পারে আমাদের সমন্বিত শক্তিকে কাজে লাগিয়ে সামাজিক পরিবর্তনের দুয়ার খুলে দিতে। সে দৃষ্টিকোণ থেকে ক্রমশ ডিজিটাল হয়ে ওঠা সমাজ ব্যবস্থায় এ বিজ্ঞাপন চিত্রটি এক অনন্য দৃষ্টান্ত।

বাংলাদেশ সময়: ১৮০৫ ঘণ্টা, জুন ১২, ২০১৬
এমআইএইচ/এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।