ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

ঈদে স্যামসাং’র ‘দ্য গ্র্যান্ড ইনভাইট’

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৩ ঘণ্টা, জুন ৬, ২০১৬
ঈদে স্যামসাং’র ‘দ্য গ্র্যান্ড ইনভাইট’

পবিত্র ঈদঊল-ফিতর উপলক্ষে গ্রাহকদের জন্য ‘দ্য গ্র্যান্ড ইনভাইট’ অফার শুরু করল স্যামসাং ইলেকট্রনিক্স বাংলাদেশ। এই ক্যাম্পেইনে গ্রাহকরা স্যামসাং মোবাইল ডিভাইস ও ইলেকট্রনিক্স পণ্যে রোমাঞ্চকর হেলিকপ্টার ভ্রমণ, প্রতিদিন ৩২ ইঞ্চি কার্ভড টিভি, আকর্ষণীয় ক্যাশ ডিসকাউন্টের মতো এক্সক্লুসিভ অফার উপভোগের সুযোগ পাচ্ছেন।

ঈদে যারা স্মার্টফোন কিনতে চাচ্ছেন তাদের জন্য রয়েছে গ্যালাক্সি এস৭ এজ, জে সিরিজের জে৩, জে৫, জে৭ ২০১৫ ও ২০১৬ এডিশন এবং গ্যালাক্সি এ৭ ২০১৬। সীমিত সময়ের অফারে থাকা এস৭ এজ’তে ১০,০০০ টাকা থেকে সর্বোচ্চ ২৫,০০০ টাকা পর্যন্ত নগদ মূল্য ছাড় পাওয়া যাবে।

গ্যালাক্সি জে সিরিজের “জে৩, জে৫, জে৭ ২০১৫ ও ২০১৬ এডিশনে” প্রতি সপ্তাহে রোমাঞ্চকর হেলিকপ্টার ভ্রমণের সুযোগসহ থাকছে ১ হাজার থেকে সর্বোচ্চ ১০,০০০ টাকা পর্যন্ত নগদ মূল্য ছাড়। এছাড়া গ্যালাক্সি এ৭ ২০১৬ এডিশন হ্যান্ডসেটে ৫,০০০ টাকা থেকে ১০,০০০ টাকা পর্যন্ত মূল্য ছাড় পাওয়া যাবে।
গ্যালাক্সি ট্যাব ৩ভি, ট্যাব ৪, ৭ এবং ট্যাব ই কিনে গ্রামীনফোন গ্রাহকরা ২ মাসে ১৪ জিবি ফ্রি ডাটা উপভোগ করতে পারবেন।

স্মার্ট টিভির গ্রাহকরা এই ব্র্যান্ডের যে কোনো স্মার্ট টিভি কিনে বেঙ্গল ডিজিটাল কেবলের এইচডি ডিজিটাল ক্যাবল অথবা ডোজ ইন্টারনেটের ১০ এমবিপিএস গতিসম্পন্ন ৪৫ জিবি/মাস, ব্রডব্যান্ড ইন্টারনেট ইনস্টলেশনসহ ৩ মাসের ফ্রি সাবস্ক্রিপশন উপভোগ করতে পারবেন।

আর যেসব এলাকায় ডোজ ইন্টারনেট অথবা বেঙ্গল ডিজিটাল ক্যাবলের সেবা নেই, সেসব এলাকার গ্রাহকরা স্মার্ট টিভি কিনে ২,০০০ টাকা মূল্যছাড় পাবেন।
এছাড়া টপ মাউন্ট রেফ্রিজারেটর, ট্রায়েঙ্গেল এসি অথবা যে কোনো টিভি কিনে গ্রাহকরা সর্বোচ্চ ৩০,০০০ টাকা পর্যন্ত নগদ মূল্য ছাড় নিতে পারবেন।

হোম অ্যাপ্লায়েন্সে প্রতিদিন একটি ৩২ স্যামসাং কার্ভড টিভি এবং প্রতি সপ্তাহে ১ টি করে ৫ টি বালি ট্রিপ জেতার সুযোগ রয়েছে।
স্যামসাং-এর অনুমোদিত স্টোরে পুরো রমজান জুড়ে অফারটি প্রযোজ্য।

বাংলাদেশ সময়: ১৭১২ ঘণ্টা, জুন ০৬, ২০১৬
এসজেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।