ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

লাইকা ক্যামেরার ‘পি৯’ উন্মোচন করলো হুয়াওয়ে-রবি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৭ ঘণ্টা, জুন ৬, ২০১৬
লাইকা ক্যামেরার ‘পি৯’ উন্মোচন করলো হুয়াওয়ে-রবি ছবি- জি এম মুজিবুর- বাংলানিউজটোয়েন্টিফোর

ঢাকা: বিখ্যাত লাইকা ক্যামেরা যুক্ত করার মাধ্যমে দেশের বাজারে বহুল প্রতীক্ষিত ফ্ল্যাগশিপ মডেল ‘পি৯’ হ্যান্ডসেট উন্মোচন করলো বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অ্যান্ড্রয়েড স্মার্টফোন ব্র্যান্ড হুয়াওয়ে এবং মোবাইল ফোন অপারেটর রবি।
 
সোমবার (০৬ জুন) রাজধানীর রেডিসন হোটেলে জাঁকজমকপূর্ণ এক অনুষ্ঠানে স্মার্টফোনটি উন্মোচন করা হয়।


 
‘পি৯’ হ্যান্ডসেটটি বিশ্বের প্রথম স্মার্টফোন, যেখানে জনপ্রিয় লাইকা ক্যামেরার এজি’র প্রযুক্তিগত সহায়তায় ডুয়েল লেন্স যুক্ত করা হয়েছে।

লাইকার দক্ষ কারিগরি সহযোগিতায় স্মার্টফোনটির ক্যামেরায় উন্নত ভিভিড কালার এবং চমৎকার মনোক্রম প্রযুক্তির সন্নিবেশ ঘটানো হয়েছে, যা মোবাইল ফটোগ্রাফিকে অন্যরকম উচ্চতার অভিজ্ঞতা দেবে।
অনুষ্ঠানে জানানো হয়, পছন্দের মুহূর্তগুলো ক্যামেরাবন্দি করতে হুয়াওয়ে পি৯ ব্যবহার করেছে বিশ্বের সেরা ক্যামেরা, যা স্মার্টফোনে ছবি তোলার অভিজ্ঞতাকে নিয়ে যাবে এক অনন্য উচ্চতায়।
 
পি৯’র ক্যামেরায় অসাধারণ কালার টোন, ইমেজ ক্যাপচার, রিচনেস ও ক্ল্যারিটি ব্যবহার করে বিশ্বের বাজারে অন্যান্য ব্র্যান্ডের স্মার্টফোনগুলো থেকে এগিয়েই থাকলো হুয়াওয়ে।

চাহিদা অনুযায়ী ব্যবহারকারীরা স্ট্যান্ডার্ড, ভিভিড কালার এবং স্মুথ কালার ব্যবহার করে ছবি তুলতে পারবেন। যে মোডেই ছবি তোলা হোক না কেন লাইকার নির্ভুল ক্রমাঙ্কন প্রকৃত কালার রেন্ডার তা তুলে আনতে পারবে।
 
অন্যদিকে পি৯’র মনোক্রম লেন্স দিয়ে ব্যবহারকারীরা শিল্পের সন্নিবেশ ঘটিয়ে তুলতে পারবেন সাদা-কালো ছবি। উন্নতমান ছাড়াও পি৯ ক্যামেরা দিয়ে ছবি তোলা যাবে সূক্ষ্মতা, স্থায়ীত্ব এবং দ্রততার সঙ্গে। পরিবেশের ধরণ বুঝে তিনটি পদ্ধতি; লেজার, গভীরতা এবং কন্ট্রাস্টের সমন্নয়ে ছবি ক্যাপচার করতে সক্ষম হুয়াওয়ে পি৯।

রোজ গোল্ড, প্রেস্টিজ গোল্ড, টাইটেনিয়াম গ্রে এবং মিস্টিক সিলভার রঙের পি৯ বাংলাদেশের বাজারে পাওয়া যাবে।
 
উন্নত বিক্রয়োত্তর সেবাসহ হ্যান্ডসেটটির মূল্য ৪৭ হাজার ৯৯০ টাকা।
 
রবি গ্রাহকরা প্রতিমাসে ৯ গিগাবাইট ডেটা, যেকোনো অপারেটরে ৯৯৯ মিনিট টকটাইমসহ হুয়াওয়ে পি৯ হ্যান্ডসেটটি কিনতে পারবেন। এছাড়া প্রতিমাসে ১ হাজার ৯৯০ টাকার কিস্তিতে (২৪ মাস) সেটটি কেনা যাবে।
 
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন এশিয়াটিক ৩৬০’র চেয়ারম্যান আলী জাকের।
 
পি৯ নিয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করেন রবি’র হেড অব বিজনেস আর্নাড শান্যুট, হুয়াওয়ে টেকনোলজিস (বাংলাদেশ) লিমিটেডের ডিরেক্টর অব ডিভাইস ইংমার ওয়্যাং।
 
জনপ্রিয় ফটোগ্রাফার ইরেশ জাকের, বেজবাবা সুমন এবং জেএমবি আকাশের উপস্থিতিতে সেটটি উন্মোচন করা হয়। তারা প্রত্যেকেই পি৯ দিয়ে অসাধারণ কিছু ছবি তুলেছেন। স্মার্টফোন ফটোগ্রাফিতে যুগান্তকারী বৈশিষ্ট্য বোঝানোর জন্যই পি৯ দিয়ে তিন আলোকচিত্রীর তোলা ছবি প্রদর্শন করা হয়।
 
স্টেট অব দ্য আর্ট ডিজাইন দিয়ে তৈরি করা হুয়াওয়ের পি সিরিজের প্রিমিয়াম ফ্ল্যাগশিপ মডেল পি৯। ২.৫ডি গ্লাস, অ্যারোস্পেস অ্যালুমিনিয়াম বডি এবং ডায়মন্ড কাট এজ রাউন্ডেড নকশা ব্যবহার করা হয়েছে। ৬৪ গিগাবাইট রমের পি৯ পাওয়া যাবে হেজ গোল্ড ফিনিশ, ইন্ডাস্ট্রিয়াল স্ট্যান্ডার্ড ডিজাইন, বার্শড হেয়ারলাইন্স এবং মেটাল পলিশিং।

পারফরম্যান্স নিশ্চিত করতে পি৯-এ ব্যবহার করা হয়েছে নতুন ক্রিন ৯৫৫ মডেলের ২.৫ গিগাহার্টজের ৬৪ বিটের এআরএম প্রসেসর। আরও আছে ৫.২ ইঞ্চির ১০৮০ পিক্সেলের ডিসপ্লে, ৩০০০ মিলি অ্যাম্পিয়ারের হাই-ডেনসিটি ব্যাটারি এবং নতুন প্রযুক্তির বিল্ট-ইন ডুয়েল সিম ডুয়েল স্ট্যান্ডবাই কানেক্টিভিটি প্রযুক্তি। সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিৎ করতে বিশ্বমানের বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট রিকোগনিশন প্রযুক্তি যুক্ত রয়েছে।
 
হুয়াওয়ের ইংমার ওয়্যাং বলেন, স্মার্টফোন ফটোগ্রাফির ক্ষেত্রে পি৯ একটি যুগান্তকারী উদ্ভাবন। মোবাইল ফটোগ্রাফিতে সম্ভাব্য সব সম্ভাবনাকে বাস্তবে রুপ দেওয়ার প্রয়াসে হুয়াওয়ে এবং লাইকা দৃঢ় প্রতিজ্ঞ। ছবি তোলার ক্ষেত্রে বিশ্বখ্যাত দু’টি প্রতিষ্ঠান বিশ্বকে তাক লাগানো অভিজ্ঞতা দেওয়ার লক্ষ্যেই একসঙ্গে কাজ করেছে। ছবি তোলার ক্ষেত্রে যুগান্তকারী উদ্ভাবনীকে কাজে লাগানো হয়েছে পি৯ স্মার্টফোনটিতে। বাংলাদেশের মতো স্মার্টফোনের বাজারে পি৯’র উন্মোচন আমাদের জন্য অনেক বেশি অর্থবহ।
 
রবি’র কর্মকর্তা আর্নাড শান্যুট বলেন, পি৯ হল লাইকা ক্যামেরাসম্পন্ন প্রথম স্মার্টফোন, যাকে ফটোগ্রাফির জগতে মার্সিডিজ বেঞ্জ হিসাবে বিবেচনা করা হয়। তাই অপেশাদার ফটোগ্রাফারদের জন্য চিন্তার কোনো কারণ নেই, শুধুমাত্র ক্লিক করলেই হবে।
 
তিনি বলেন, একটি পি৯ থাকা আর একটি প্রিমিয়াম গাড়ি থাকা প্রায় একই ব্যাপার। আমরা বিশ্বাস করি, রবি’র সুপারফাস্ট ইন্টারনেট গ্রাহকদের ডিজিটাল জীবনকে আরও পরিপূর্ণ করতে সহযোগিতা করবে পি৯। রবি হুয়াওয়ের সঙ্গে যৌথভাবে তার গ্রাহকদের জন্য বাজারে পি৯ আনতে পেরে গর্বিত।
 
বাংলাদেশ সময়: ১৫৫৫ ঘণ্টা, জুন ০৬, ২০১৬/আপডেট: ১৮০৩ ঘণ্টা
এমআইএইচ/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।