ঢাকা, মঙ্গলবার, ৬ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

এক্সক্লুসিভ অফারে ‘গ্যালাক্সি এ৭’

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৭ ঘণ্টা, জুন ২, ২০১৬
এক্সক্লুসিভ অফারে ‘গ্যালাক্সি এ৭’

স্যামসাং’র স্টাইলিশ হ্যান্ডসেট ‘গ্যালাক্সি এ৭’ ২০১৬ এডিশনে চলছে এক্সক্লুসিভ ‍অফার। সম্প্রতি স্যামসাং মোবাইল বাংলাদেশ ঘোষিত এই অফারে গ্যালাক্সি সিরিজের এ৭ কিনে ৫,০০০ টাকা থেকে ১০,০০০ টাকা পর্যন্ত নগদ ছাড় উপভোগের দারুণ সুযোগ রয়েছে।

মেটাল এবং গ্লাসের সমন্বয়ে তৈরি প্রিমিয়াম ডিজাইনের হ্যান্ডসেটটি দেশ-বিদেশের ফ্যাশন সচেতন মানুষদের কাছে এরইমধ্যে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে।

বাংলাদেশি স্মার্টফোন ভক্তদের স্টাইলিশ এই হ্যান্ডসেটটি সহজে গ্রহনের ব্যবস্থা করে দিতে আকষর্নীয় অফারটি দিচ্ছে স্যামসাং।

৪৪ হাজার ৯০০ টাকা মূল্যের হ্যান্ডসেটটিতে দেয়া অফারটি শুধু অনুমোদিত স্যামসাং স্টোর থেকে ৬টি সহজ কিস্তিতে (ইএমআই) কেনা যাবে।

বাজারে বিদ্যমান কালো এবং সোনালী রঙের ৫.৫ ইঞ্চি ডিসপ্লের এ৭’র পুরুত্ব মাত্র ৭.৩ মি.মি।

এর র্স্মাট ম্যানেজার এবং ৩,৩০০ মিলি অ্যাম্পিয়ার দীর্ঘস্থায়ী ব্যাটারি ব্যবহারকারীদের জীবন স্বাচ্ছন্দ্যপূর্ণ করে তোলে।

হ্যান্ডসেটটিতে ১.৯ অ্যাপারচার সমৃদ্ধ ১৩ মেগাপিক্সেল ব্যাক ক্যামেরা এবং ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা রয়েছে। কম আলোতেও যা মানসম্মত ছবি তুলতে সক্ষম। ফটোগ্রাফীতে আগ্রহীরা এতে আরো পাবে ওয়াইড সেলফি, পাম সেলফি, ওআইএস এবং বিউটিফাইং ইফেক্ট সুবিধা।

বাংলাদেশ সময়: ১৬৫৬ ঘণ্টা, জুন ০২, ২০১৬

এসজেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।