ঢাকা, মঙ্গলবার, ৬ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

ঈদে “ঢাকা মেলা ঈদ শপিং ফেস্টিভল”

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৭ ঘণ্টা, জুন ২, ২০১৬
ঈদে “ঢাকা মেলা ঈদ শপিং ফেস্টিভল”

আসন্ন পবিত্র মাহে রমজান ও ঈদকে সামনে রেখে বাংলাদেশ ও অস্ট্রেলিয়া-ভিত্তিক জনপ্রিয় অনলাইন সুপারস্টোর (DhakaMela.com) আয়োজন করেছে “ঢাকা মেলা ঈদ শপিং ফেস্টিভল ২০১৬”।

এই আয়োজনের মাধ্যমে অনলাইনের ক্রেতারা ঢাকা মেলার যে কোনো পণ্য সর্বোচ্চ ১০% ছাড়ে কিনতে পারবেন এবং ৯৯৯ টাকার পণ্য কিনলে পাওয়া যাবে ফ্রি ডেলিভারি।

অনলাইন শপিং জগতের এই ই-কমার্স সাইটে মেয়েদের দেশি-বিদেশী বিভিন্ন ধরনের প্রসাধনী, হেল্‌থ কেয়ার, হেল্‌থ ফুড, ফ্যাশন, জুয়েলারি সহ প্রয়োজনীয় নানা ধরনের পণ্যের বিশাল সমাহার রয়েছে। যেখান থেকে ক্রেতারা তার প্রয়োজনীয় এবং পছন্দের জিনিসটি সহজেই পেয়ে যাবেন। এছাড়া বিশ্বব্যাপী ডেলিভারি ব্যবস্থা থাকায় প্রিয়জনদের জন্যও গিফট পাঠানো যাবে।

সহজ, দ্রুত এবং নিরাপদ পেমেন্ট ব্যবস্থা নিশ্চিতে প্রতিষ্ঠানটি ক্রেতাদের জন্য যেকোনো দেশি-বিদেশি ক্রেডিট কার্ড (Visa, Master Card and American Express), Paypal বা Poli অথবা সরাসরি ব্যাংক ট্র্যান্সফার দিয়েও পে করার সুযোগ রেখেছে। এছাড়া রয়েছে বিকাশে পেমেন্টের সুবিধা।

অফারটি উপভোগ করা যাবে চাঁদ রাত পর্যন্ত।

অনলাইনে কেনাকাটা অন্যান্য দেশের মতো বাংলাদেশেও ধীরে ধীরে জনপ্রিয় হয়ে উঠছে। কর্মব্যস্ত নগরবাসীর মূল্যবান সময় এবং শ্রম বাঁচাতে ই-কমার্স সাইটগুলো কেনাকাটার এই মাধ্যমটকে গ্রাহক-বান্ধব সাজানো গোছানোভাবে উপস্থাপন করছেন। সেইসাথে গ্রাহকদের মাঝে আকর্ষন বাড়াতে নানা কর্মসূচি সহ অফার ঘোষণা করে।

উল্লেখ্য, ঢাকা মেলা ডটকমকে  ‘ব্যবসায়িক উদ্যোক্তা’ হিসেবে গ্রে আইকন দেয় ফেসুবক।

ঢাকা মেলা ডটকমের অফিসিয়াল সাইট www.dhakamela.com এবং ফেসবুক পেজ www.facebook.com/dhakamela

বাংলাদেশ সময়: ১৫১৬ ঘণ্টা, জুন ০২, ২০১৬

এসজেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।