ঢাকা, মঙ্গলবার, ৬ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

ডিজিটাল বাংলাদেশ গড়তে সাইবার নিরাপত্তার বিকল্প নেই

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৩২ ঘণ্টা, মে ৩১, ২০১৬
ডিজিটাল বাংলাদেশ গড়তে সাইবার নিরাপত্তার বিকল্প নেই

ঢাকা: ডিজিটাল বাংলাদেশ গড়তে সাইবার নিরাপত্তার বিকল্প নেই। বাংলাদেশকে আরও উন্নত করতে তথ্যের নিরাপত্তায় সরকারকে এগিয়ে আসতে হবে।

সোমবার (৩০মে) রাজধানীর ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইইবি) মিলনায়তনে সাইবার নিরাপত্তা ও সচেতনতা’ বিষয়ক সেমিনারে বক্তারা একথা বলেন। অনুষ্ঠানটির আয়োজন করে আইইবি’র কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিভাগ।

এতে প্রধান আলোচক ছিলেন বুয়েটের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. সোহরাব হোসেন। তিনি বলেন, আমরা দিনদিন এগিয়ে যাচ্ছি। তাই আমাদেরকে তথ্যপ্রযুক্তির অবাধ নিরাপত্তা নিশ্চিত করতে হবে। আমরা যদি আমাদের নিজস্ব সিকিউরিটির ব্যবস্থা না করতে পারি। তাহলে বহির্বিশ্বে আমরা আমাদের স্বকীয়তা হারিয়ে ফেলবো।
 
তিনি আরও বলেন, আপনার মোবাইল ফোনটার যদি সিকিউরিটি না থাকে, তাহলে আপনার নিজস্ব তথ্য অপরের হাতে চলে যেতে পারে। তাই মোবাইল ফোনে সিকিউরিটির ব্যবস্থা করেন, আমাদের সকল ক্ষেত্রে সিকিউরিটির ব্যবস্থা করতে হবে।

সেমিনারে সভাপতিত্ব করেন কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান প্রকৌশলী মোহাম্মদ মাহফুজুল ইসলাম।

সেমিনারে আরও উপস্থিত ছিলেন, আইইবি’র ভাইস প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার নুরুজ্জামান, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মো. আব্দুস সবুর, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিভাগের সম্পাদক ইঞ্জিনিয়ারিং মো. তমিজ উদ্দিন আহম্মেদ, ঢাকা সেন্টারের কাউন্সিল মেম্বার প্রকৌশলী সঞ্জয় কুমার নাথ, আইইবির কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিভাগের মেম্বার প্রকৌশলী মো. ইমতিয়াজ উদ্দিন ও প্রকৌশলী মো. নাজমুল হক প্রমুখ।
 
বাংলাদেশ সময়: ০৫২৮ ঘণ্টা, মে ৩১, ২০১৬
এসজে/আরবি/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।