ঢাকা, মঙ্গলবার, ৬ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

সাশ্রয়ী মূল্যের স্মার্টফোন নিয়ে রবি-সিম্ফনি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২১ ঘণ্টা, মে ২৯, ২০১৬
সাশ্রয়ী মূল্যের স্মার্টফোন নিয়ে রবি-সিম্ফনি

ঢাকা: গ্রাহকদের জন্য সবচেয়ে সাশ্রয়ী মূল্যে থ্রিজি স্মার্টফোন এনেছে দেশের অন্যতম মোবাইল ফোন অপারেটর রবি আজিয়াটা লিমিটেড এবং স্মার্টফোন ব্র্যান্ড সিম্ফনি।

রবি’র আকর্ষণীয় বান্ডেল অফারসহ সিম্ফনি ই-টুয়েলভ ও ই-ফিফটি এইট এবং সিম্ফনি ভি-ফোরটি সিক্স ও ভি-সেভেনটি ফাইভ সম্প্রতি বাজারে এসেছে।

অফারের সঙ্গে ৩০ দিন মেয়াদী ৫০০ লোকাল মিনিট এবং ৩ জিবি ডাটা বোনাস উপভোগ করতে পারবেন গ্রাহকরা। সম্প্রতি আনুষ্ঠানিকভাবে এ অফার চালু করা হয়।

এ সময় রবি’র ডিভাইস বিজনেসের ভাইস প্রেসিডেন্ট (ভিপি) গনেশ মহাদেভান, ডিজিটাল সার্ভিসেসের ভিপি বীরাঙ্গা সেনেভিরাতে এবং এডিসন গ্রুপের সিনিয়র ডিরেক্টর রেজওয়ানুল হক ও হেড অব করপোরেট সেলস শিহাব উদ্দিন চৌধুরী উপস্থিত ছিলেন।    

বাংলাদেশ সময়: ১৭২০ ঘণ্টা, ২৯ মে, ২০১৬
এমআইএইচ/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।