ঢাকা, মঙ্গলবার, ৬ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

সেইবই’র র‍্যাফেল ড্র’র পুরস্কার স্যামসাং ট্যাব, স্মার্টফোন

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৯ ঘণ্টা, মে ২৬, ২০১৬
সেইবই’র র‍্যাফেল ড্র’র পুরস্কার স্যামসাং ট্যাব, স্মার্টফোন ছবি: সংগৃহীত

একুশে বইমেলা ২০১৬ উপলক্ষে বাংলা ভাষা ও সাহিত্যের ই-বুক স্টোর ‌‌সে‌‌ইবই’ আয়োজন করেছিল র‍্যাফেল ড্রয়ের। মাসব্যাপী একুশে বইমেলায় সেইবই’র স্টল যারা ভিজিট করেছিলেন তাদের নিয়েই পরিচালিত হয় র‍্যাফেল ড্র।

বাংলা নববর্ষ ১৪২৩ এর প্রথম দিন ভাগ্যবান বিজয়ীদের নাম ঘোষণার পর ২৪ মে সেইবই’র কার্যালয়ে অনাড়ম্বর এক অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির ম্যানেজিং ডিরেক্টর নাবিল উদ দৌলাহ উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

র‍্যাফেল ড্রয়ে বিজয়ী প্রথমজন পেয়েছেন স্যামসাং ট্যাবলেট ও ১ হাজার টাকার সেইবই ক্রেডিট। দ্বিতীয় পুরস্কার হিসেবে তিনজন পেয়েছেন স্যামসাং স্মার্টফোন ও ৫শ টাকার সেইবই ক্রেডিট। আর তৃতীয় পুরস্কার বিজয়ী ১০জন পেয়েছেন টি-শার্ট ও ৫শ টাকার সেইবই ক্রেডিট।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট কবি আসাদ চৌধুরী,বিশিষ্ট ছড়াকার জগলুল হায়দার, কবি ফারুক আহমেদ, আবৃত্তিকার মাসুম আজিজুল বাসার, কবি ইকবাল রাশেদীন, কবি শাহরিয়া পিউ, কবি সৌরভ, র‍্যাভেন সিস্টেমস লিঃ এর সহকারী মহাব্যবস্থাপক ইয়াসির আরাফাত, প্রকল্প ব্যবস্থাপক শহীদুল ইসলাম এবং সম্বনয়ক মিডিয়া ও ইভেন্ট (ডার্ড গ্রুপ) ডঃ অনুপম কুমার পাল প্রমূখ।

উল্লেখ্য, “সেইবই” একটি মোবাইল অ্যাপ এতে ইনবিল্ড আছে ইবুক রিডার। স্মার্টফোন বা ট্যাবে অ্যাপটি ইনস্টল করে এর বইগুলো ডাউনলোড করে পড়া যায়। এছাড়া অনলাইনের বইপ্রেমীদের ফ্রি ২৫০টি বই ডাউনলোডের সুযোগ রয়েছে। তবে ফ্রি’র পাশাপাশি  কতিপেয় বইয়ের জন্য নির্দিষ্ট মূল্য পরিশোধ করতে হবে। পেমেন্ট ব্যবস্থাও বেশ সহজ।

এখানে বিখ্যাত সব বাংলা সাহিত্যের কালজয়ী উপন্যাস ছাড়াও জনপ্রিয় লেখক, কবি ও সাহিত্যিকদের বিভিন্ন ক্যাটাগরির বই রয়েছে। পাঠকদের পড়ার সুবিধায় অ্যাপটিতে লেখা ছোট-বড় করা, হাইলাইট, পাতার রং পরিবর্তন, অভিধান এবং বুকমার্ক সহ আরও বেশ কিছু সুবিধা রয়েছে।

এছাড়া এতে নিজস্ব ডিজিটাল অভিধান রয়েছে।

সবমিলিয়ে একজন পাঠক বিশ্বের যেকোনো প্রান্ত থেকে পছন্দের বাংলা বইগুলো “সেইবই” অনলাইন স্টোর থেকে সংগ্রহ করে সহজেই স্মার্টফোন বা ট্যাবলেটে পড়তে পারবেন।

অ্যাপটির ডাউনলোড লিংক গুগল প্লে ষ্টোর- https://play.google.com/store/apps/details?id=raven.reader  এবং অ্যাপল অ্যাপ স্টোর https://itunes.apple.com/us/app/sheiboi/id976937372?mt=8

অ্যাপটিকে আরো সমৃদ্ধ করার লক্ষ্যে বিশেষজ্ঞ দল নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

বাংলাদেশ সময়: ১৮০৭ ঘণ্টা, মে ২৬, ২০১৬

এসজেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।