ঢাকা, মঙ্গলবার, ৬ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

প্রযুক্তির উৎকর্ষতায় বদলে গেলো টেলিভিশন স্যাটেলাইট সংযোগ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩০ ঘণ্টা, মে ২১, ২০১৬
প্রযুক্তির উৎকর্ষতায় বদলে গেলো টেলিভিশন স্যাটেলাইট সংযোগ

কেবল টিভির প্রচলনের আগে কিছু সংখ্যক মানুষকে নিজস্ব ডিস দিয়ে স্যাটেলাইট টেলিভিশনের অনুষ্ঠান উপভোগ করতে দেখা যেতো। সে সময়টায় কোনো বাড়িঘরের ছাদে টেলিভিশনের ছোট এন্টেনার বদলে বড় ডিশ চোখে পড়লেই মনে হতো তারা কতোনা ভাগ্যবান যে স্যাটেলাইটে নানা দেশের অনুষ্ঠান দেখছে।

সেইসাথে এটি ফুটিয়ে তুলতো তাদের আভিজাত্যকে।

প্রযুক্তির উৎকর্ষতায় সেই ডিশ এখন নিত্য নৈমত্তিক ব্যপার। নামমাত্র মূল্যে সেই একই সেবা সহজেই দেশের সর্বত্রে পৌছে দিচ্ছে সেবাদাতা কিছু প্রতিষ্ঠান। কেবল অপারেটরের সাহায্য ছাড়াই গ্রাহকেদেরকে পছন্দমত দেশি-বিদেশি সব চ্যানেল দেখার সুযোগ করে দিচ্ছে তারা।

তারবিহীন এই সেবা নিয়ে এসেছে বেক্সিমকো কমিউনিকেশনের রিয়েল ভিউ। আর তার নিয়ে এসেছে বেঙ্গল ডিজিটাল ও ডিজি জাদু ব্রডব্যান্ড লিমিটেড। মানসম্পন্ন এই সেবা দিতে এরইমধ্যে শুরু হয়েছে প্রতিযোগিতাও।

বেক্সিমকোর রিয়েলভিউ গ্রাহকদেরকে বাসস্থানে ডিশ-অ্যান্টেনা স্থাপনের মাধ্যমে সেটটপ বক্স দিয়ে ডিটিএইচ (ডিরেক্ট টু হোম) সেবা দিচ্ছে। রাজধানী ঢাকা ছাড়াও বিভাগীয় শহরগুলোর আওতাধীন ৩২টি জেলায় এই সেবা পাওয়া যাচ্ছে।

আপাতত ১০৫টি চ্যানেল উপভোগ করতে রিয়েল ভিউ’র ডিটিএইচ সেবা (ডিশ অ্যান্টেনা, সেটটপ বক্স, সংযোগ স্থাপন) নিতে মোট খরচ পড়বে প্রায় ছয় হাজার টাকা। আর মাসিক বিল ৩০০ টাকা।

রিয়েল ভিউ’র চিফ মার্কেটিং অফিসার আদনান আহমদ বলেন, গ্রাহকদের ভালো সাড়া আসছে আবার অনেকেই ডিচিএইচ সেবা সর্ম্পকে জানতে চাচ্ছেন।

এদিকে কেবল অপারেটরদের মাধ্যমে সেবা দেওয়া শুরু করেছে বেঙ্গল ডিজিটাল ও ডিজিজাদু ব্রডব্যান্ড লিমিটেড। সারাদেশের কেবল অপারেটর ও নিজস্ব ব্যবস্থাপনায় ডিজিটাল কেবল সেবা দেবে প্রতিষ্ঠান দুটি।

এরইমধ্যে ডিজি জাদু ব্রডব্যান্ড ‘প্রিমিয়াম টেলিভিশন সার্ভিস ও ইন্টারনেট ভিত্তিক’ সেবা কার্যক্রম আরম্ভ করেছে।

১৫০ থেকে ২৩০টি চ্যানেলের জাদু ডিজিটালের সেটটপ বক্স পাওয়া যাচ্ছে ২ হাজার ৫শ থেকে সাড়ে ৩ হাজার টাকায়। গ্রাহকরা প্রথমবার সংযোগ নিতে পারবেন ফ্রি এবং চ্যানেল সংখ্যার ভিত্তিতে মাসিক বিল নির্ধারণ করা হয়েছে ৩শ থেকে ৬শ টাকা পর্যন্ত।

ডিজি জাদু ব্রডব্যান্ড কর্মকর্তা ইশরাক ঢালী তাদের সেবা সম্পর্কে বলেন, হাই ডেফিনেশন প্রিমিয়াম টিভি সার্ভিস ও এবং ইন্টারনেট ভিত্তিক সেবার মাধ্যমে সারাদেশে কেবল সার্ভিসের বিপ্লব ঘটাতে এসেছে জাদুর বক্স।

সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে, দেশের দেড়কোটি বাড়িতে টেলিভিশন রয়েছে। এর মধ্যে ৭৫ শতাংশ বাড়িতে কেবল সংযোগ আছে। প্রায় ২ কোটি জন বসতির শহর ঢাকায় প্রায় ৪০ লাখ টিভি সেট।  

এ বিষয়ে জানতে চাইলে তথ্য সচিব মরতুজা আহমদ বলেন, দিন দিন প্রযুক্তির উন্নয়ন ঘটছে। এতে বদলে যাচ্ছে টেলিভিশনের স্যাটেলাইট সংযোগ পদ্ধতিও। নতুন প্রযুক্তি ব্যবহারের ফলে গ্রাহকরা ইচ্ছেমত চ্যানেল দেখতে পারবেন। এছাড়া কেবল অপারেটরদের ‍ইচ্ছেমত চ্যানেল সেট করার সুযোগ এখন আর থাকবে না।

বাংলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা,  মে ২১, ২০১৬

এসই/এসজেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।