ঢাকা, মঙ্গলবার, ৬ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

বাজারে অ্যালকাটেলের নতুন স্মার্টফোন ‘পপ আপ’

তথ্যপ্রযুক্তি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৬ ঘণ্টা, মে ১৮, ২০১৬
বাজারে অ্যালকাটেলের নতুন স্মার্টফোন ‘পপ আপ’

ঢাকা: গ্রাহকদের চাহিদানুযায়ী সাশ্রয়ী দামে স্মার্টফোন দিতে অ্যালকাটেল  বাজারে এনেছে ‘পপ আপ’ মডেলের স্মার্টফোন। যার পরিবেশক ইরাসেল লিমিটেড।

৫ ইঞ্চি পর্দার স্মার্টফোনটির অপারেটিং সিস্টেমে রয়েছে ৫.১ অ্যান্ড্রয়েড ললিপপ। রয়েছে দুই সিম ব্যবহারের সুযোগ।

পরিবেশক ইরাসেল লিমিটেডের কান্ট্রি ম্যানেজার সিজু চেরুভালাত জানান, বিভিন্ন সুবিধার কারণে বর্তমানে গ্রাহকদের বড় পর্দার ডিভাইসের প্রতি আকর্ষণ বাড়ছে। এ চাহিদার কথা বিবেচনায় রেখে আমরা আধুনিক সুবিধার ‘পপ আপ’ স্মার্টফোনটি বাজারে ছেড়েছি।

২ জিবি ৠাম ও ১.৪ গিগাহার্টজের অক্টাকোর প্রসেসর নির্ভর স্মার্টফোনটিতে দ্রুত ডাটা প্রসেস ও সাবলীল মাল্টিটাস্কিং সুবিধা পাওয়া যাবে। হ্যান্ডসেটটির অভ্যন্তরীণ ধারণক্ষমতা ১৬ জিবি। যা মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে ১২৮ জিবি পর্যন্ত বাড়ানো যাবে।

১৩ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরার স্মার্টফোনটিতে রয়েছে অটো ফোকাস। রয়েছে ডিজিটাল জুম, অ্যাপাচার সাইজ এফ/২.০, এলইডি ফ্ল্যাশ। সেলফিপ্রেমীদের জন্য স্মার্টফোনটিতে রয়েছে ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা।

কালো রংয়ে মাত্র ১০ হাজার ৯৯৯ টাকায় বাংলাদেশের বাজারে স্মার্টফোনটি পাওয়া যাচ্ছে।

বাংলাদেশ সময়: ১৪৩২ ঘণ্টা, মে ১৮, ২০১৬
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।