ঢাকা, মঙ্গলবার, ৬ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

জে সিরিজ হ্যান্ডসেটে স্যামসাং-রবি’র বান্ডেল অফার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২০ ঘণ্টা, মে ১৮, ২০১৬
জে সিরিজ হ্যান্ডসেটে স্যামসাং-রবি’র বান্ডেল অফার

ঢাকা: স্যামসাং মোবাইল বাংলাদেশ সম্প্রতি রবি’র সহযোগিতায় জে সিরিজ হ্যান্ডসেটগুলোতে এক্সক্লুসিভ বান্ডেল অফার ঘোষণা করেছে।

এ অফারে গ্রাহকরা স্যামসাং গ্যালাক্সি জে১ নেক্সট, জে১ এইস এবং জে২ হ্যান্ডসেটে উপভোগ করতে পারবেন যথাক্রমে ৪ হাজার, সাড়ে ৫ হাজার ও ৭ হাজার টাকার আকর্ষণীয় রবি বান্ডেল অফার।

কেবলমাত্র রবি গ্রাহকরা এ অফার উপভোগ করতে পারবেন।

বুধবার (১৮ মে) স্যামসাং সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, সব নতুন এবং বিদ্যমান রবি গ্রাহকরা জে১ নেক্সট হ্যান্ডসেট কিনে ৬০০ মিনিট অন নেট, ৩০০ মিনিট অফ নেট এবং ৪ জিবি ইন্টারনেট ডাটা ফ্রি পাবেন।

নতুন জে১ এইস হ্যান্ডসেট কিনে গ্রাহকরা পাবেন ৮০০ মিনিট অন নেট, ৪০০ মিনিট অফ নেট এবং ফ্রি ৫ জিবি ইন্টারনেট ডাটা।
 
গ্রাহকরা স্যামসাং গ্যালাক্সি জে২ হ্যান্ডসেট কিনে উপভোগ করতে পারবেন ১ হাজার মিনিট অন নেট, ৫০০ মিনিট অফ নেট এবং ফ্রি ৬ জিবি ইন্টারনেট ডাটা। তিন মাসে সমান হারে এ বান্ডেল অফার পাবেন।

স্যামসাং গ্যালাক্সি জে১ নেক্সট, জে১ এইস এবং জে২ হ্যান্ডসেটের দাম পড়বে যথাক্রমে ৬ হাজার ৯৯০ টাকা, ৮ হাজার ৯৯০ টাকা এবং ১১ হাজার ৪৯০ টাকা।
 
বাংলাদেশ সময়: ১৬১৮ ঘণ্টা, মে ১৮, ২০১৬
এমআইএইচ/জিসিপি/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।