ঢাকা, মঙ্গলবার, ৬ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

বাংলাদেশের বাজারে এইচপি’র এমএফপি উদ্বোধন

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩২ ঘণ্টা, মে ১৭, ২০১৬
বাংলাদেশের বাজারে এইচপি’র এমএফপি উদ্বোধন

বাংলাদেশের বাজারে এইচপি ব্র্যান্ডের নতুন একটি বহুমাত্রিক প্রিন্টার (এমএফপি) উদ্বোধন করল এইচপি ইঙ্ক। এইচপি ডিজাইনজেট টি৮৩০ মডেলটি অফিস থেকে শুরু করে আর্কিটেক্ট, ইঞ্জিনিয়ার, বিভিন্ন প্রফেশনালদের প্রিন্ট, স্ক্যান ও কপির কাজ দ্রুত এবং সহজে সম্পাদন করতে পারে।

 

সোমবার (১৬ মে) ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শিল্প-বান্ধব এই ইনটিগ্রেটেড এমএফপি (মাল্টি ফাংশন প্রিন্টার) উদ্বোধনী অনুষ্ঠানে এইচপি ডিজাইনজেট কান্ট্রি বিজনেজ ম্যানেজার মি. সাশিকা ভিসান সিল্ভা বলেন, এখন আর্কিটেক্ট, ইঞ্জিনিয়ার এবং ডিজাইন এক্সপার্টরা পছন্দ করেন প্রিন্টেড পেজের ওপর সহজে এডিট এবং রিভিউ করতে। এইচপি ডিজাইনজেট টি৮৩০ এর নেক্সট লেভেল ফিচার এবং মোবাইল প্রিন্টিং অপশন থাকায় সংযোগের মাধ্যমে প্রফেশনালরা যখন যেভাবে প্রয়োজন সেভাবেই ব্যাবহার করতে পারবেন।

সুলভ মূল্যের এই প্রিণ্টার ক্ষুদ্রাকৃতির হওয়ায় সহজে বহনযোগ্য। এতে ড্যামেজ প্রতিরোধক ডিজাইন অপশন, বিল্টইন স্ক্যানার এবং ফ্রন্ট প্যানেল আছে যার মাধ্যমে ট্যাবলেট ডিভাইসে সংযোগ করে কাজ করা সম্ভব।

বাংলাদেশে এইচপির সেলস ডেভেলপমেন্ট ম্যানেজার শামিম হাসান বলেন, ঠিকাদারদের জন্য আর্কিটেকচার ড্রইং এবং তা দ্রুত প্রিন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে বাইরে থেকে বড় পরিসরের প্রিন্টিং নিয়ে আশা, সময় ও ব্যয় সাপেক্ষ। তাই এইচপি’র নতুন প্রিন্ট‍ার দিয়ে ব্যবহারকারীরা যে কোন স্থান থেকে যে কোন পরিবর্তন, হাই কোয়ালিটির প্রিন্টিং করতে পারবে।

তিনি আরো বলেন, এমএফপি’তে রাগেড কেস থাকায় নির্মাণ স্থানের ড্যামেজ ও ধুলা থেকে এটি সুরক্ষিত থাকে। সেইসাথে হুইল এবং স্ট্যান্ড থাকায় এটা আরো বেশি সহযোগী। এর ৩৬ ইঞ্চি বড় ইনটিগ্রেটেড স্ক্যানার দিয়ে প্লান স্ক্যান, শেয়ার এবং টাচ স্ক্রিনের মাধ্যমে প্রিন্ট প্রিভিউ ও ডকুমেন্ট ক্রপ করা যায়।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে, উদ্বোধন করা প্রিন্টারটিতে প্রমোশন অফার ঘোষণা করেন এইচপির সেলস ডেভেলপমেন্ট ম্যানেজার। ৩১ জুলাই পর্যন্ত চলমান এই অফারে প্রিন্টারটি কেনা যাবে ফ্লোরা লিমিটেড, স্মার্ট টেকনোলজি (বিডি) লিমিটেড এবং কম্পিউটার সোর্স লিমিটেড থেকে।  

বাংলাদেশ সময়: ১৮৩১ ঘণ্টা, মে ১৭, ২০১৬

এসজেডএম 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।