ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

শেষদিনে চলছে গ্রীষ্মকালীন ল্যাপটপ মেলা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৫ ঘণ্টা, মে ১৫, ২০১৬
শেষদিনে চলছে গ্রীষ্মকালীন ল্যাপটপ মেলা

ঢাকা: রাজধানীর বঙ্গবন্ধু সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) চলছে শেষদিনের গ্রীষ্মকালীন ল্যাপটপ মেলা।

গত শুক্রবার (১৩ মে) বিআইসিসির কার্নিভাল ও হারমোনি হলে শুরু হওয়া এ মেলার আয়োজন করেছে এক্সপো মেকার।

তিনদিনের মেলার শেষ দিন রোববার (১৫ মে)। মেলায় দেশি-বিদেশি স্বনামধন্য প্রযুক্তিপণ্য নিয়ে ৫৪টি স্টল বসেছে।

অন্যদিনের মতো শেষদিনেও নির্ধারিত সময়ে স্টলগুলো খুলেছে। একইসঙ্গে শুরু হয় ক্রেতা-দর্শনার্থীদের আনাগোনা। বিক্রেতারা আশা করছেন গত দু’দিনের চেয়ে রোববার বিক্রি ভালো হবে।

ডি এক্স জেনারেশন স্টলের কর্ণধার লিটন বিশ্বাস বাংলানিউজকে বলেন, অতীত অভিজ্ঞতা অনুযায়ী শেষদিনের বিক্রি ভালো হয়। দিনশেষে বোঝা যাবে কেমন হলো।

ধানমণ্ডি থেকে আগত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আসলাম খন্দকার বলেন, গত দু’দিন আসতে পারিনি। তাই শেষদিনে সময় নিয়ে চলে এসেছি।

এদিকে এবারের মেলায় ল্যাপটপের সঙ্গে আনুষঙ্গিক পণ্যও বিক্রি হচ্ছে। তবে এগুলোর মধ্যে সেলফি স্টিক, হেডসেট, ট্যাবের প্রতি ক্রেতাদের আগ্রহ বেশি লক্ষ্য করা গেছে।

বাংলাদেশ সময়: ১২২৩ ঘণ্টা, মে ১৫, ২০১৬
ইইউডি/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।