ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

মেলায় শিশুদের জন্য মিনি ল্যাপটপ আনলো ‘বিজয়’

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৪ ঘণ্টা, মে ১৩, ২০১৬
মেলায় শিশুদের জন্য মিনি ল্যাপটপ আনলো ‘বিজয়’ ছবি: দিপু- বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: গ্রীষ্মকালীন ল্যাপটপ মেলায় ছোটদের জন্যও রয়েছে আকর্ষণ। দেশীয় প্রযুক্তি পণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান বিজয় ছোটদের জন্য এনেছে মিনি ল্যাপটপ।

দামও হাতের নাগালেই। মাত্র সাড়ে আট হাজার টাকা।
 
রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) আয়োজিত মেলার প্রবেশ পথেই সাজানো হয়েছে ‘বিজয়’ এর স্টল। মূলত শিশুদের জন্যই নানা শিক্ষামূলক প্রযুক্তিপণ্যের সঙ্গে মিনি ল্যাপটপও এনেছে প্রতিষ্ঠানটি।
বিজয়ের মার্কেটিং ম্যানেজার মো. সাইফুল ইসলাম ভূঁইয়া বাংলানিউজকে বলেন, মেলা উপলক্ষে মিনি ল্যাপটপে ৫০০ টাকা ছাড় রয়েছে। এক বছরের ওয়ারেন্টিসহ ল্যাপটপটিতে রয়েছে ১ জিবি র‌্যাম ও ১৬ জিবি স্টোরেজ। অরিজিনাল উইন্ডোজ ৮.১ অথবা ১০ এর সঙ্গে অফিস ৩৬৫ এর ১ বছরের সাবস্ক্রিপশন থাকছে। ১.৮৩ গিগাহার্টজ গতিসম্পন্ন মিনি ল্যাপটপের ইন্টেল প্রসেসর ৩২ জিবি পর্যন্ত মাইক্রো এসডি কার্ড সমর্থন করে। এতে রয়েছে ৮.১ ইঞ্চির টাচস্ক্রিন।

এছাড়া শিশুদের জন্য অ্যানিমেশনসহ স্বরবর্ণ, ব্যাঞ্জনবর্ণ, আলফাবেট, সংখ্যা, গল্প, ফুল, ফল, মাছ, পাখি, জীবজন্তু, সবজি, মানবদেহ নিয়ে বিজয় এনেছে শিক্ষা উকরণ। যা সিডি আকারে ১৫০ টাকায় বিক্রি হচ্ছে। মেলার বাইরে এর দাম পড়বে ২০০ টাকা।

এছাড়া শিশু শিক্ষা ১ শিরোনামে নার্সারি পর্যায়ের পাঠ্যসূচি, শিশু শিক্ষা ২ শিরোনামে কেজি ক্লাসের পাঠ্যসূচি রয়েছে। অন্যদিকে প্রাক-প্রাথমিক শিক্ষা, ছড়া-১ ও ২ ইত্যাদি শিরোনামেও অ্যানিমেটেড শিক্ষা উপকরণ এনেছে বিজয়।
আবার বড়দের জন্য রাখা হয়েছে কম্পিউটার রিলেটেড বিভিন্ন শিক্ষা উপকরণ- বই ও সিডি। সিডিগুলোর মধ্যে রয়েছে, মাইক্রোসফট অফিস, ফটোশপ, ইলাস্ট্রেটর প্রভৃতি।
 
দেশে ১৭তম বারের মতো এ মেলার আয়োজন করেছে এক্সপো মেকার। আগামী ১৫ মে পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত বিকিকিনি চলবে। মেলায় দেশি-বিদেশি প্রযুক্তি পণ্যের মোট ৫৪টি স্টল রয়েছে।

**১৯০০ টাকায় থ্রি-জি ট্যাবলেট পিসি!
**গ্রীষ্মকালীন ল্যাপটপ মেলা শুরু
  
বাংলাদেশ সময়: ১৯৩২ ঘণ্টা, মে ১৩, ২০১৬
ইইউডি/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।