ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

ল্যাপটপ মেলায় সিএসএল’র ‘গরমে চরম অফার’

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৫ ঘণ্টা, মে ১২, ২০১৬
ল্যাপটপ মেলায় সিএসএল’র ‘গরমে চরম অফার’

হাল-সংস্করণের ল্যাপটপের পসরায় নিশ্চিত উপহার নিয়ে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শুরু হতে যাওয়া গ্রীষ্মকালীন ল্যাপটপ ফেয়ারে অংশ নিয়েছে দেশের অন্যতম প্রযুক্তিপণ্য সরবরাহকারী প্রতিষ্ঠান কম্পিউটার সোর্স।

মেলা প্রাঙ্গনের ৫ ও ৬ নং প্যাভিলিয়ন থেকে সিএসএল এর ‘গরমে চরম অফারে’ ক্রেতাদের জন্য প্রতিটি এইচপি ল্যাপটপের সঙ্গে একটি ট্রেন্ড মাইক্রো ইন্টারনেট সিকিউরিটি এবং টি-শার্ট থাকছে।

পাশাপাশি স্ক্র্যাচকার্ডে ল্যাপটপ, ব্যাকপ্যাক, প্রিন্টার, পাওয়ার ব্যাংক, হেডফোন কিংবা মাউসের মতো প্রযুক্তিপণ্যের আনুষঙ্গিক পণ্য পেতে পারেন।

ডেল ল্যাপটপ কিনলে ট্রেন্ডমাইক্রো ইন্টারনেট সিকিউরিটি ও টি শার্ট, ডেল ইন্সপায়রন এন৩৪৪৩ মডেলের নোটবুকে বাড়তি অ্যাপাসার পাওয়ার ব্যাংক এবং ৭০০ টাকার একটি উপহার কুপন থাকছে।  

মেলায় ষষ্ঠ প্রজন্মের পাঁচটি ভিন্ন মডেলের ১৩টি ক্যাটাগরির ফুজিৎসু নতুন সংস্করণের লাইফবুক অবমুক্ত করার পাশাপাশি প্রতিটি ফুজিৎসু লাইফবুকের সঙ্গে উপহার হিসেবে মিলবে ট্রেন্ডমাইক্রো ইন্টারনেট সিকিউরিটি, টি শার্ট, মাক্রোল্যাব স্পিকার।  

ছাড় থাকছে বহনযোগ্য পিসির ভূবনে আভিজাত্যের প্রতীক হিসেবে বিবেচিত অ্যাপলের ম্যাকবুকেও। গ্রাহকরা প্রতিটি ম্যাকবুকে ৫ হাজার টাকা পর্যন্ত নগদ ছাড় পাবেন।

শুধু ল্যাপটপ নয়, ল্যাপটপের আনুষঙ্গিক গেজেটও পাওয়া যাবে কম্পিউটার সোর্সের প্যাভিলিয়নে।

বাংলাদেশ সময়: ১৯৫৪ ঘণ্টা, মে ১২, ২০১৬

এসজেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।