ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

অবকাঠামো সেবা প্রদানে ইডটকো-আমরা টেকনলজির চুক্তি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০০ ঘণ্টা, মে ১০, ২০১৬
অবকাঠামো সেবা প্রদানে ইডটকো-আমরা টেকনলজির চুক্তি

ঢাকা: দেশের অন্যতম ব্রডব্যান্ড সল্যুশন্স সরবরাহকারী প্রতিষ্ঠান আমরা নেটওয়ার্কস লিমিটেডকে (এএনএল) অবকাঠামো সেবা দেবে টেলিযোগাযোগ অবকাঠামো প্রতিষ্ঠান ইডটকো বাংলাদেশ কোম্পানি লিমিটেড (ইডটকো বাংলাদেশ)।

ইডটকো বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর ডেরিল সিনাপ্পা এবং এএনএল’এর চিফ অপারেটিং অফিসার শরফুল আলম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সম্প্রতি একটি চুক্তিটি স্বাক্ষর করেছেন।



মঙ্গলবার (১০ মে) সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, পাঁচ বছর মেয়াদী এ চুক্তির ফলে এএনএল’এর নেটওয়ার্কের বিস্তৃতি এবং সেবার মান উন্নত হবে।

এছাড়া পরিচালনা ব্যয় কমার পাশাপাশি পরিবেশের ওপর ক্ষতিকর প্রভাব কমবে বলে উভয় প্রতিষ্ঠান থেকে আশা করা হচ্ছে।

স্থিতিশীল উন্নয়নের লক্ষ্যে ইডটকো বাংলাদেশ ও এএনএল’এর অংশীদারিত্ব টেলিকম অবকাঠামো খাতে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে থাকবে বলেও দুই প্রতিষ্ঠানের কর্মকর্তারা মনে করছেন।

আজিয়াটা বারহাদ গ্রুপের একক মালিকানাধীন টেলিযোগাযোগ অবকাঠামো সেবা প্রদানকারী সাবসিডিয়ারি কোম্পানি ইডটকো। ২০১২ সালে প্রতিষ্ঠিত ইডটকোর ব্যবস্থাপনা এবং পরিচালন কার্যক্রম সম্পূর্ণ স্বাধীন।

এটি দক্ষিণ পূর্ব এশিয়ায় টাওয়ার, জ্বালার্নি, ট্রান্সমিশন এবং পরিচালনা ও রক্ষণাবেক্ষণসহ সব ধরনের অবকাঠামো সেবা দিয়ে থাকে।

এশিয়ার প্রথম অবকাঠামো সেবাদানকারী প্রতিষ্ঠান হিসেবে ইডটকো মালয়েশিয়া, শ্রীলঙ্কা, পাকিস্তান, কম্বোডিয়া ও বাংলাদেশে ১৪ হাজার টাওয়ারের টেলিযোগাযোগ অবকাঠামো সেবা এবং সমাধান দিয়ে থাকে। আর ইডটকোর এ ধরনের সেবা দিতে সহায়তা করে থাকে এ ইকো সেন্টার।  
 
ইডকটো বাংলাদেশ কোম্পানি লিমিটেড ডিজিটাল বাংলাদেশ গঠনে ঢাকাকে উদ্ভাবন এবং নতুন প্রযুক্তির কেন্দ্রবিন্দুতে রূপান্তরিত করতে নতুন পথ নির্মাণে প্রতিজ্ঞাবদ্ধ।
 
এদিকে, গ্লোবাল অনলাইন সার্ভিসেস লিমিটেড নামে পরিচিত এএনএল ২০০১ সালে বাংলাদেশের অন্যতম প্রথম বেসরকারি লাইসেন্সপ্রাপ্ত ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার (আইএসপি) হিসেবে যাত্রা শুরু করে। বাংলাদেশে আইটি অবকাঠামো গড়ে তুলে এ খাতে এএনএল একটি সুপরিচিত নাম এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এবং দেশের সকল চেম্বার অব কর্মাস’র মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোতে কার্যক্রম পরিচালনা করছে প্রতিষ্ঠানটি।

বাংলাদেশ সময়: ১৮৫৬ ঘণ্টা, মে ১০, ২০১৬
এমআইএইচ/জিসিপি/এমজেএফ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।