ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

গ্রামীণফোন ও চৈতী গ্রুপের মধ্যে চুক্তি স্বাক্ষর

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪১ ঘণ্টা, মে ৮, ২০১৬
গ্রামীণফোন ও চৈতী গ্রুপের মধ্যে চুক্তি স্বাক্ষর

ঢাকা: পরিপূর্ণ যোগযোগ সুবিধা পেতে গ্রামীণফোনের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে চৈতী গ্রুপ।

বিজনেস সলিউশন প্যাকেজের অধীনে চৈতী গ্রুপের পক্ষে পরিচালক ফাহমিদা শবনম চৈতী এবং গ্রামীণফোনের হেড অব ডিরেক্টর (সেলস) সাজ্জাদ আলম চুক্তিতে স্বাক্ষর করেন বলে রোববার (৮ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এসময় চৈতী গ্রুপের পরিচালক (মানবসম্পদ) ব্রি. জেনারেল (অব.) খন্দকার ওবায়দুল আহসান, গ্রামীণফোনের হেড অব বিজনেস (সেলস/ঢাকা) মো. বাকী বিল্লাহ, লিড ম্যানেজার বিজনেস (সেলস/ঢাকা) মাহবুবুর রহমান চৌধুরী এবং অ্যাকাউন্ট ম্যানেজার মোহাম্মদ ফজলুর রহমান খান উপস্থিত ছিলেন।

টেলিনর গ্রুপের অঙ্গসংগঠন গ্রামীণফোন ১৯৯৭ সালে বাংলাদেশে যাত্রা শুরু করে। বর্তমানে তাদের গ্রাহক সংখ্যা ৫৬ মিলিয়নের বেশি।

বাংলাদেশ সময়: ১৭৪০ ঘণ্টা, মে ০৮, ২০১৬
এমআইএইচ/এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।