ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

ভার্চূয়াল রিয়েলিটি হেডসেটের বিক্রি ছাড়াবে ৮৯৫ মিলিয়ন ডলার

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২২ ঘণ্টা, মে ৭, ২০১৬
ভার্চূয়াল রিয়েলিটি হেডসেটের বিক্রি ছাড়াবে ৮৯৫ মিলিয়ন ডলার ভার্চূয়াল রিয়েলিটি হেডসেট

কেমন যাবে এ বছর ভার্চূয়াল রিয়েলিটি হেডসেটের তা নিয়ে ইতিমধ্যে অনেকেই অনেক কিছু লিখেছে, বলেছে। এবারে প্রযুক্তির এই অত্যাধুনিক ডিভাইসের বিক্রি ২০১৬ সালে ৮৯৫ মিলিয়ন ডলার ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনার কথা তুলে ধরে প্রতিবেদন প্রকাশ করেছে রিসার্চ ফার্ম।

সম্প্রতি স্ট্র্যাটিজি অ্যানালাইটিক প্রকাশিত রিপোর্টে বিপুল আয়ের এই অর্থটি প্রত্যাশা করা হচ্ছে সমগ্র প্রযুক্তিপণ্যের বাজারকে কেন্দ্র করে।

আর এই অর্থ কোন ব্র্যান্ডের কোন ডিভাইস থেকে আসাবে তাও সুস্পষ্ট করা হয়েছে যেমন ৭৭ ভাগ আসবে অকুলাস, এইচটিসি এবং সনি থেকে। অবশ্য, ভার্চূয়াল রিয়েলিটি হেডসেটের বিক্রিতে এই তিনজনের বেশী অবদান থাকলেও তাদের অ্যাকাউন্টে থাকবে মোটের মাত্র ১৩ শতাংশ।

৬০০ ডলার মূল্যের ওকুলাস রিফ্ট বাজারে আসে মার্চে এবং ৭৯৯ ডলার মূল্যের এইচটিসি ভাইভ আসে এর কিছুদিন পর। এছাড়া্ সনিরও পরিকল্পনা রয়েছে বছর শেষে (অক্টোবরে) ৩৯৯ ডলারে প্লেস্টেশন ভিআর হেডসেট অবমুক্ত করার।

এরইমধ্যে আবার গুগলের কার্ডবোর্ড বাজারে এসেছে যা ফ্রি বিতরণ করা হচ্ছে। একইসময় স্যামসাংও রিলিজ দেয় গিয়ার ভিআর। তবে এ দুটি ডিভাইস ব্যবহারে প্রয়োজন আধুনিক বা উন্নতমানের পিসি। এছাড়া প্লেস্টেশন ভিআর এর জন্য প্রয়োজন প্লেস্টেশন গেম কনসোল।

বিশেষজ্ঞদের ধারণা, শুরুতেই ভিআর হেডসেট বিক্রিতে উৎসাহ যোগাবে ভিডিও গেমস। এছাড়াও মার্কেটিং, এন্টারটেইমেন্ট, ইডুকেশন সহ আরো অনেক অ্যাপসের চাহিদা থাকবে।

স্ট্র্যাটিজি অ্যানলাইটিকসের বিশ্লেষকরা মনে করছে, যদি স্মার্টফোন-বেজড ভিআর ব্যবহারের জন্য উপযুক্ত পরিবেশ তৈরি হয় তাহলে ভিআর কনটেন্ট নির্মাতারা ব্যবহারকারীদের উচ্চমানের ভিআর কনটেন্টে এবং অভিজ্ঞতা অর্জনে আকৃষ্ট করতে পারবে। হার্ডওয়্যার খাতে প্রযুক্তি বৈশিষ্ট্য নিয়ে যে প্রতিযোগিতা রয়েছে সেখানে ভিআর হেডসেট “ডিসপ্লে রেজ্যুলেশন, জিপিইউ, স্টোরেজ, ৩৬০ ডিগ্রী ক্যামেরা সহ সবকিছুই” নিয়ে একটি সম্ভাবনাময়ী শক্তি।

গবেষণা প্রতিষ্ঠানটির পরিচালক ক্লিফ রাসকিন্ড যিনি পরিধানযোগ্য পণ্য পরিবেশ বিষয়ক সেবার সাথে যুক্ত রয়েছেন। রাসকিন্ড বলেন যে, গ্রাহকরা খুব শীঘ্রই  ভার্চূয়াল রিয়েলিটি অপশনসের বিষ্ময়কর বৈচিত্র সামনে নিয়ে আসবে।

কারণ খুব কম খরচে তারা অসাধারণ অভিজ্ঞতা নিতে সক্ষম হবে।

প্রতিবেদনের আরো বলা হয়েছে, স্ম‍ার্টফোনভিত্তিক দর্শকরা ভিআর হেডসেটের বড় একটি অংশ ধারণ করবে যার সরবরাহ হবে ৮৭ শতাংশ। আর পিসি এবং গেম কনসোল নির্ভর হেডসেটগুলো নি:সন্দেহে ৭৭ ভাগ শেয়ার মূল্য আয়েত্তে রাখবে।

বাংলাদেশ সময়: ১৫২২ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০১৬

এসজেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।