ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

রবি সুপারফাস্ট ইন্টারনেট কুইজ জিতলেন ১৪৮ জন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৮ ঘণ্টা, মে ৪, ২০১৬
রবি সুপারফাস্ট ইন্টারনেট কুইজ জিতলেন ১৪৮ জন

ঢাকা: টি-টোয়েন্টি বিশ্বকাপ উপলক্ষে রেডিও স্বাধীন ৯২.৪ এফএম আয়োজিত রবি সুপারফাস্ট ইন্টারনেট কুইজ প্রতিযোগিতায় বিজয়ী হলেন ১৪৮ জন শ্রোতা।
 
বুধবার (০৪ মে) রাজধানীর একটি রেস্টুরেন্টে আনুষ্ঠানিকভাবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন রেডিও স্বাধীন ও মোবাইল ফোন অপারেটর রবি আজিয়াটা লিমিটেডের কর্মকর্তারা।


 
টি-টোয়েন্টি বিশ্বকাপ চলাকালে খেলার ধারাভাষ্য সম্প্রচারের পাশাপাশি রবি সুপারফাস্ট ইন্টারনেট কুইজ প্রতিযোগিতার আয়োজন করে রেডিও স্বাধীন। প্রতিদিন ৮টি করে মোট ১৪৮টি কুইজে অংশ নেন রেডিও স্বাধীনের শ্রোতারা। সঠিক উত্তরদাতাদের মধ্য থেকে বাছাই করে প্রতিদিন ৮ জন করে বিজয়ী ঘোষণা করা হয়।
 
পুরস্কার হিসেবে বিজয়ীরা পেয়েছেন বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা ও কাটার মাস্টার মুস্তাফিজুর রহমানের সাইন করা ব্যাট, মগ, জার্সিসহ আরও অনেক উপহার।
 
পুরস্কার প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিনেতা আলী যাকের, ইরেশ যাকের, শ্রিয়া সর্বজয়াসহ রবির কমিউনিকেশন্স অ্যান্ড করপোরেট রেসপন্সিবিলিটি’র ভাইস প্রেসিডেন্ট ইকরাম কবীর এবং ব্র্যান্ড মার্কেট ও কমিউনিকেশন্সের ভাইস প্রেসিডেন্ট খন্দকার আশরাফুল হক।
 
বাংলাদেশ সময়: ১৮১৭ ঘণ্টা, মে ০৪, ২০১৬
এমআইএইচ/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।