ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

গ্রামীণফোনে নতুনরূপে ‘ওয়াওবক্স’

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০২ ঘণ্টা, মে ৪, ২০১৬
গ্রামীণফোনে নতুনরূপে ‘ওয়াওবক্স’ ছবি: কাশেম হারুন- বাংলানিউজটোয়েন্টিফোর. কম

ঢাকা: নতুন ডিজাইন ও ফিচার নিয়ে নতুনরূপে এসেছে গ্রামীণফোনের  ‘ওয়াওবক্স’। বাংলাদেশের গ্রাহকদের জন্য টেলিনরের তৈরি লাইফস্টাইল ভিত্তিক এ অ্যাপ্লিকেশনে এবার যোগ হয়েছে ভিন্ন মাত্রার ফিচার।

ওয়াওবক্সে শুধুমাত্র গ্রামীণফোনের গ্রাহকরা উপভোগ করতে পারবেন গ্রামীণফোনের সব পণ্যের হালনাগাদ খবর, বিভিন্ন দোকানে ছাড়ের তথ্য, লাইফস্টাইল ভিত্তিক খবর ও প্রতিবেদন, প্রতিযোগিতা ও আকর্ষণীয় গেম।

বুধবার (০৪ মে) রাজধানীর একটি হোটেলে ওয়াওবক্সের নতুনরূপে যাত্রার ঘোষণা দেয় গ্রামীণফোন।

গ্রামীণফোনের চিফ মার্কেটিং অফিসার (সিএমও) ইয়াসির আজমান বলেন, গত বছরের মে মাসে ওয়াওবক্স চালু হওয়ার পর তা বাংলাদেশে অবিস্মরণীয় গতিতে ছড়িয়ে পড়েছে। এখন পর্যন্ত ৩০ লাখ মানুষ এটি ব্যবহার করেছেন। আমরা এবার অ্যাপটিকে গ্রাহকদের জন্য আরো বেশি দৃষ্টিনন্দন ও সহজে ব্যবহারযোগ্য করে সাজিয়েছি, যা আমাদের ব্যবসায়িক সহযোগীদের জন্যও নতুন সুযোগ সৃষ্টি করবে।

গ্রামীণফোন শিক্ষা, স্বাস্থ্য, কৃষি সেবা নিয়ে কাজ করছে জানিয়ে তিনি বলেন, ওয়াওবক্স একটি ইউনিক প্ল্যাটফর্ম। যার মাধ্যমে সত্যিকারভাবে জীবন উপভোগ্য হয়ে উঠবে।

নতুন ওয়াওবক্স ২.১ ভার্সনে উন্নত কাস্টমার নেভিগেশন ইন্টারফেস, দৃষ্টিনন্দন থিম, অ্যাপের ভেতরেই সহযোগীদের পুরো খবর ও প্রতিবেদন, ফ্যাশন, বিউটি ও খেলাসহ বিভিন্ন বিষয়ে আরও বেশি প্রতিবেদন, ফেসবুকসহ বিভিন্ন সামাজিক মাধ্যমে কন্টেন্ট শেয়ারের জন্য সোশ্যাল মিডিয়া ফাংশন এবং গ্রামীণফোন পণ্যের চমৎকার সব অফারের তথ্য পাওয়া যাবে।

গ্রামীণফোনের মূল কোম্পানি টেলিনর গ্রুপ বাংলাদেশের গ্রাহকদের জন্য জন্য বিনামূল্যের এ অ্যাপটি তৈরি করেছে।

টেলিনরের প্রোডাক্ট অ্যান্ড ইনোভেশন ইউনিটের হেড অব ওয়াওবক্স হোজার হাসম্যান বলেন, সর্বমোট তিন মিলিয়ন (৩০ লাখ) ওয়াওবক্স ব্যবহারকারীর মধ্যে প্রায় ১ দশমিক ২ মিলিয়ন (১২ লাখ) ব্যবহারকারী নিয়মিত অ্যাপটি ব্যবহার করেন, যা প্রতিনিয়ত ওয়াওবক্সকে উন্নত করার প্রচেষ্টার ফলাফল।

তিনি বলেন, নতুন সংস্করণে ওয়াওবক্স অ্যাপকে আমরা আরও উপভোগ্য করে সাজিয়েছি। বাংলাদেশে দ্রুত বর্ধনশীল তরুণ মোবাইল ব্যবহারকারীদের সঙ্গে সংযোগ স্থাপনের জন্য ওয়াওবক্স একটি কার্যকরী মাধ্যম এবং আমরা নিশ্চিত যে তারা এর নতুনরূপ এবং বর্ধিত সুবিধা উপভোগ করবেন।
 
অনুষ্ঠানে জানানো হয়, গ্রামীণফোনের গ্রাহকরা ওয়াওবক্স রিওয়ার্ড প্রোগ্রাম উপভোগ করতে পারবেন। অ্যাপটি ব্যবহার করে গ্রাহকরা পয়েন্ট ও কল টোকেন অর্জন করতে পারবেন, যা পরবর্তীতে গ্রামীণফোনের বিভিন্ন পণ্য ক্রয়ে ব্যবহার করা যাবে।
 
ব্যবহারকারী ও ব্যবসায়িক সহযোগীদের সুবিধার্থে ওয়াওবক্স নিয়মিত ক্যাম্পেইনসহ বিভিন্ন কর্মসূচি পরিচালনা করে থাকে।

ক্যাম্পেইনের আওতায় ওয়াওবক্স ক্যাম্প ইভেন্টে ঢাকার বাইরে ক্রিকেটার তাসকিন আহমেদের সঙ্গে ঘুরতে যাওয়া, জাতীয় দলের সাবেক ক্রিকেটার হাবিবুল বাশারের সঙ্গে ক্রিকেট বিষয়ক কর্মশালায় অংশগ্রহণ, টেড বক্তাদের সঙ্গে প্রেজেন্টেশন কৌশল শেখার মতো সব আকর্ষণীয় সুযোগ।

গ্রামীণফোনের সব পণ্যের হালনাগাদ খবর, বিভিন্ন আউটলেটে ছাড়ের তথ্য, লাইফস্টাইল ভিত্তিক লেখনী, প্রতিযোগিতা এবং গেম নিয়ে তৈরি করা ওয়াওবক্স অ্যাপ্লিকেশনটি গ্রামীণফোনের গ্রাহকরা বিনামূল্যে ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন।

গুগল প্লেস্টোর থেকে অনায়াসে ওয়াওবক্স ডাউনলোড করতে পারবেন অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা। পাশাপাশি অন্যান্য ভার্সনেও নিয়ে আসার জন্য কাজ চলছে। শিগগিরই ফেসবুকের সঙ্গে একটি সেবা চালু করবে ওয়াওয়ক্স।

বংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, মে ০৪, ২০১৬
এমআইএইচ/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।