ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

ব্যবসায়ের জন্য মেম্বারশিপ সেবা

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩১ ঘণ্টা, মে ৩, ২০১৬
ব্যবসায়ের জন্য মেম্বারশিপ সেবা ছবি: সংগৃহীত

ব্যবসায়ীদের জন্য মেম্বারশিপ সেবা উদ্বোধন করেছে বিক্রয় ডটকম। সোমবার (০২ মে) রাজধানীর একটি হোটেলে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেম্বারশিপ সেবা উদ্বোধন করেন।

বেসিস, বাক্য, এটুআই, ইক্যাব, ডিওভিবিসিওএল, বারভিডা, রিহ্যাবসহ বিভিন্ন প্রতিষ্ঠানের উর্দ্ধতন কর্মকর্তারা এতে উপস্থিত ছিলেন।

মেম্বারশিপ সেবার উদ্বোধনীতে প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকার ২০২১ সালের মধ্যে ডিজিটাল বাংলাদেশ গড়তে প্রতিশ্রুতিবদ্ধ। ২০১৫-১৬ অর্থ বছরে জিডিপির হার এবং মাথাপিছু আয়ও বাড়ছে দ্রুত গতিতে। এটি বাংলাদেশের জন্য নিঃসন্দেহে একটি বড় সাফল্য। তিনি আরো বলেন, দেশে একটি বড় অংশের মধ্যম শ্রেণীর গ্রাহক তৈরি হয়েছে।

ই-কমার্সের মাধ্যমেই তাদের চাহিদা পূরণ করা সম্ভব। বিক্রয় ডট কম অনলাইনে কেনা-বেচার একটি প্লাটফর্ম তৈরি করে সেই চাহিদা পূরণ করে যাচ্ছে। ডিজিটাল বাংলাদেশ গড়ার দীর্ঘ প্রত্যাশা পূরণে তাদের এসব কার্যক্রম এগিয়ে আসছে বলেও আশাবাদ ব্যক্ত করেন পলক।

বিক্রয় ডট কমের মার্কেটিং ডিরেক্টর মিশা আলী বলেন,  দেশব্যাপী ব্যবসায়ীদের জন্য বিক্রয় ডটকম বিশেষ এই সেবাটি নিয়ে এসেছে। যার মাধ্যমে ব্যবসায়ীরা নানাবিধ সুবিধা পাবে। এতে তারা নিজেদের বিজ্ঞাপনগুলো নিয়ন্ত্রণ করতে পারবেন, আরও অধিক বিজ্ঞাপন যোগ করতে পারবেন। যা গ্রাহকদের কাছে আরও ভালভাবে পৌঁছতে এবং বিক্রি বাড়াতে সাহায্য করবে।

বাংলাদেশে যে ডিজিটাল বিপ্লবের ঝড় উঠেছে এ সেবা তাতে সম্পৃক্ত করবে। এছাড়া উদ্যোক্তারা নিজেদের পণ্য বিক্রির জন্য দোকান নির্মাণ খরচ ছাড়াই বিক্রি করতে পারবেন এবং কম খরচে তারা অনেক গ্রাহকদের কাছে পৌঁছাতে পারবেন।

বিক্রয় ডটকমের নতুন এই সেবার ইউনিক ইউআরএল (উদাহরণ-www.bikroy.com/FordBangladesh)। মোবাইল ফোন স্টোর, ফার্নিচার স্টোর, প্রোপার্টি ডেভেলপার, কার এন্ড মটরসাইকেল শোরুমগুলোসহ বিভিন্ন ব্যবসায়ীদেরকে অনলাইনে ব্যবসায়িক কার্যক্রম চালাতে সাহায্য করবে এটি।

এমনকি বিভিন্ন কোম্পানিতে চাকরি প্রার্থীরাও মেম্বারশিপ সেবা উপভোগ করতে পারবেন।

বাংলাদেশ সময়: ১৬৩২ ঘণ্টা, মে ০৩, ২০১৬

এসজেডএম

 

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।