ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

গোল্ডকি ব্র্যান্ডের ৮জিবি ডিডিআর৪ ৠাম

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১২ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০১৬
গোল্ডকি ব্র্যান্ডের ৮জিবি ডিডিআর৪ ৠাম গোল্ডকি ব্র্যান্ডের ৮জিবি ডিডিআর৪ ৠাম

কম্পিউটার সিটি টেকনোলজিস লিঃ বাজারে এনেছে গোল্ডকি ব্র্যান্ডের ৮জিবি ডিডিআর৪ ডেস্কটপ ৠাম। ২৪০০বাসের এই ৠামগুলো দেশের সব আইটি মার্কেটে পাওয়া যাচ্ছে।

এছাড়াও প্রতিষ্ঠানটি নেটওয়ার্কিং পণ্য রানডাটা ব্রান্ডের ৫-পোর্টের পাওয়ার ওভার ইথারনেট (পিওই) সুইচ এনেছে।

১০/১০০ এমবিপিএস গতির পিএস২০৪ মডেলের এই সুইচটি বিভিন্ন পিওই ক্যাবল ডিভাইস যেমন “ওয়্যারলেস এ্যাকসেসপয়েন্ট ও আইপি ক্যামেরা” সমর্থন করে। আই ট্রিপলই ৮০২.৩এএফ স্ট্যান্ডার্ডের এই ডিভাইসের তথ্য ও পাওয়ার ট্রান্সমিশন দূরত্ব ১০০ মিটার। বুদ্ধিমান বিদ্যুৎ ব্যবস্থাপনা প্রযুক্তি ব্যবহারের কারণে সুইচটি বিদ্যুৎ সাশ্রয়ী।

রানডাটা ব্রান্ডের একমাত্র বাংলাদেশি পরিবেশক কম্পিউটার সিটি টেকনোলজিস লি:।

বাংলাদেশ সময়: ২০১৩ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০১৬

এসজেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।