ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

গোল্ডবার্গের সাফল্যের একবছর

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৩ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০১৬
গোল্ডবার্গের সাফল্যের একবছর গোল্ডবার্গের একবছর পূর্তি অনুষ্ঠান

বাংলাদেশের স্থানীয় মোবাইল ফোন ব্র্যান্ড গোল্ডবার্গ সাফল্যের সাথে উদযাপন করেছে একবছর পূর্তির অনুষ্ঠান। বর্ষপূর্তি উপলক্ষে কক্সবাজারে দুই দিনব্যাপী আয়োজনের প্রথম দিন সমুদ্র সৈকতে খেলাধুলা আর দ্বিতীয় দিনে গত বছরের কার্যক্রম উপস্থাপন সহ বিভিন্ন ক্যাটাগরিতে গোল্ডবার্গের কর্মকর্তা-কর্মচারী ও ডিলারদের অ্যাওয়ার্ড প্রদান করা হয়।

এতে প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তা আবরার রহমান খান, খানসন্স গ্রুপের পরিচালক সারিতা রহমান ও শরমিতা রহমান, গোল্ডবার্গের প্রধান বিক্রয় কর্মকর্তা রাসেল আহমেদ এবং সারাদেশ থেকে আসা শতাধিক ডিলার উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে আবরার রহমান খান বলেন, আমরা প্রথম একবছর সফলভাবে ব্যবসা করেছি। প্রতিশ্রুতি অনুযায়ী গ্রাহক সেবাকেন্দ্র স্থাপন এবং ৬৪ জেলাতেই আমাদের পরিসর বিস্তর করতে সক্ষম হয়েছি।

রমজানের আগেই বাজারে স্বল্পমূল্যের কয়েকটি মোবাইল ফোন, এছাড়া প্রতিমাসে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে সুলভমূল্যের নতুন মডেলের দুইটি করে স্মার্টফোন ও ফিচার ফোন আনার কথাও জানান প্রতিষ্ঠানের সিইও।

বাংলাদেশ সময়: ১৬০৫ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০১৬

এসজেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।