ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

তথ্যের নিরাপত্তায় বাংলাদেশে মাইক্রোসফটের ‘এসকিউএল সার্ভার’

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৪ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০১৬
তথ্যের নিরাপত্তায় বাংলাদেশে মাইক্রোসফটের ‘এসকিউএল সার্ভার’ মাইক্রোসফটের ‘এসকিউএল সার্ভার ২০১৬’র উদ্বোধনী অনুষ্ঠান

স্থানীয় বড় প্রতিষ্ঠানগুলো থেকে শুরু করে সব পর্যায়ের ব্যবসায়ীদের জন্য ‘এসকিউএল সার্ভার ২০১৬’ বাংলাদেশে অবমুক্ত করলো মাইক্রোসফট। এসকিউএল আপডেটেড সার্ভারটি ব্যবহারকারীদের তথ্যের নিরাপত্তা ও বিশেষ সেবা দিতে সক্ষম।

সোমবার (২৫ এপ্রিল) রাজধানীর একটি হোটেলে মাইক্রোসফট বাংলাদেশ ও দক্ষিণ এশিয় অঞ্চলের কর্মকর্তারা ‘এসকিউএল সার্ভার-২০১৬’র আনুষ্ঠানিক ঘোষণা দেন।

পণ্যটির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অথিতির বক্তব্যে মাইক্রোসফট দক্ষিণ পুর্ব এশিয়ার বিপণন ও পরিচলন প্রধান রেনা চাই বলেন, আমরা এক নতুন যুগে প্রবেশ করেছি, যেখানে তথ্য হচ্ছে ব্যবসায়িক প্রজন্মের চালিকা শক্তি যা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

একসময় কেবল বড় প্রতিষ্ঠানগুলোরই অনেক বড় পরিসরে তথ্য বিশ্লেষণের মাধ্যমে ভবিষ্যৎ সম্পর্কে ধারণা লাভের ক্ষমতা ছিল, কিন্তু এখন তা সবার নাগালে চলে এসেছে।

রেনা চাই আরো বলেন, ব্যবহারকারীদের ভুল পথ থেকে সঠিক পথে পরিচালিত করাই হচ্ছে আমাদের লক্ষ্য। বাংলাদেশের প্রতিষ্ঠানগুলোকে নেতৃস্থানীয় ও তথ্য বিশ্লেষণে সর্বোত্তম ফলাফল প্রদানে এসকিউএল সার্ভার ২০১৬ সহায়তা করবে পাশাপাশি ডিজিটাল বাংলাদেশের স্বপ্নকে তরান্বিত করবে।

এসকিউএল সার্ভারের নতুন এ সংস্করণ সম্পর্কে তিনি জানান, এটি হলো প্রথম ক্লাউডভিত্তিক তথ্য সংরক্ষণকেন্দ্র। তথ্য ভান্ডারের কর্মসঞ্চালনা এবং অনলাইন স্থানান্তর প্রক্রিয়া (ওএলটিপি) বাস্তবায়নে নতুনত্ব নিয়ে এসেছে এই সার্ভার।

মাইক্রোসফটের অ্যাজিউর সেবার লক্ষাধিক ব্যবহারকারীর কোটি কোটি আবেদনের প্রেক্ষিতে সার্ভারে দুটি পরীক্ষিত সুবিধা দেয়া হয়েছে। মাইক্রোসফটের নতুন এই তথ্য ব্যবস্থাপনা পদ্ধতি ব্যবসায়িক প্রতিষ্ঠানকে বিশাল পর্যায়ে জটিল তথ্যকে বিশ্লেষণ করে উপস্থাপনযোগ্য করে তুলতে পারে।  

দেশের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম সম্পর্কে তিনি প্রশংসা জানিয়ে বলেন, এটা আমাদের জন্য আনন্দদায়ক যে তারা পর্যায়ক্রমে আইওটি কিংবা বৃহৎ তথ্য ব্যবস্থাপনার মত প্রযুক্তির সাথে খাপ খাওয়াচ্ছে এবং এগিয়ে যাচ্ছে।

এসকিউএল সার্ভার ২০১৬ একটি ভিন্নধর্মী তথ্যকেন্দ্র যা প্রতিষ্ঠানগুলোকে সম্ভাবনাময় টেকসই তথ্য সংস্কৃতিতে নিয়ে যাবে।

মাইক্রোসফট দক্ষিণ পূর্ব এশিয়ার বিক্রয় পরিচালক সঞ্জয় প্যাটেল মুলপ্রবন্ধ উপস্থাপনকালে বলেন, ক্রেতাদের সর্বোচ্চ চাহিদা মূল্যায়নের মাধ্যমে কার্যক্ষমতা, নিরাপত্তা, উন্নত বিশ্লেষণ, এবং গতিশীলতার মতো দিকগুলো নিয়ে কাজ করে এসকিউএল’র হালনাগাদ সংস্করণ।

প্যটেল বলেন, শুধু একটি তথ্য তালিকাই নয়, আগামী দিনের বুদ্ধিভিত্তিক এবং সংকটপূর্ণ সফটওয়্যারকে সহযোগিতা করবে এই সমন্বিত তথ্য বিশ্লেষণ কেন্দ্র। এটি আপনাকে এবং আপনার প্রতিষ্ঠানকে আজকের দিনের তথ্য শক্তিতে ক্ষমতাসম্পন্ন করবে। এই সার্ভারটি বাংলাদেশের ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোকে সম্ভাবনায় ক্ষেত্রে পৌছতে সাহায্য করবে।

মাইক্রোসফট বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক সনিয়া বশির কবির বলেনন, বাংলাদেশের তথ্য ভাণ্ডার এবং সকল কর্মপন্থা বিষয়ে ধারণা প্রদান করে যাচ্ছে মাইক্রোসফট। আরো বক্তব্য রাখেন মাইক্রোসফট বাংলাদেশের সলিউশন স্পেসালিস্ট এম জে ফেরদৌস।

সংশ্লিষ্টদের প্রত্যাশা, তথ্য সমৃদ্ধ বিশ্ব প্রতিযোগিতায় টিকে থাকতে স্থানীয় প্রতিষ্ঠানগুলো এ পণ্যটির মাধ্যমে তাদের তথ্য-উপাত্ত গবেষণায় নতুন পথের সন্ধান পাবে।

বাংলাদেশ সময়: ১৫০৬ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০১৬

এসজেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।