ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

উদ্যোক্তাদের জন্য ইইএফ নীতিমালা সহজীকরণের আহ্বান

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৮ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০১৬
উদ্যোক্তাদের জন্য ইইএফ নীতিমালা সহজীকরণের আহ্বান ছবি: সংগৃহীত

অর্থ মন্ত্রণালয়কে প্রস্তাবিত ইকুইটি অ্যান্ড এন্ট্রাপ্রেনারশিপ ফান্ডের (ইইএফ) খসড়া নীতিমালায় বেসিসের প্রস্তাবনা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে অন্তর্ভুক্তকরণ ও দেশের তথ্যপ্রযুক্তি খাতের উন্নয়নে একটি ‘আইসিটি এসএমই তহবিল’ গঠন করে তাতে ন্যূনতম ২০০ কোটি টাকার বরাদ্ধ দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

রোববার (২৪ এপ্রিল) অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব মো. ইউনুসুর রহমানের সাথে এক বৈঠকে এ আহ্বান জানান বেসিস সভাপতি শামীম আহসান।

এসময় বেসিসের মহাসচিব উত্তম কুমার পাল ও কোষাধ্যক্ষ শাহ ইমরাউল কায়ীশ এবং অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রকল্প, কর্মসূচি, ক্ষুদ্রঋণ, আইসিটি ও লাইব্রেরি) অরিজিৎ চৌধুরী উপস্থিত ছিলেন।

বৈঠকে বেসিসের দেয়া প্রস্তাবনায় সুদের হার সর্বনিম্ন পর্যায়ে রাখার কথাও বলা হয়।

বেসিস মনে করছে, প্রস্তাবগুলো বাস্তবায়িত হলে তথ্যপ্রযুক্তি কোম্পানিগুলোর জন্য ঋণ গ্রহণ সহজ হবে এবং আন্তর্জাতিক পর্যায়ে পৌছানো, টেন্ডারে অংশগ্রহণ করাসহ তাদের যে বিনিয়োগ সমস্যা ছিলো সেটিও দূর হবে।

মো. ইউনুসুর রহমান বেসিসের প্রস্তাবগুলো মনযোগ দিয়ে শোনেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশাবাদ ব্যক্ত করেন।

বাংলাদেশ সময়: ১৬১০ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০১৬

এসজেডএম

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।