ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

ফোরজি এলটিই প্রযুক্তির ‘গ্যালাক্সি জে৩’

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৫ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০১৬
ফোরজি এলটিই প্রযুক্তির ‘গ্যালাক্সি জে৩’ স্যামসাং ‘গ্যালাক্সি জে৩’

বাংলাদেশের বাজারে জে সিরিজের সর্বশেষ সংস্করণ ‘গ্যালাক্সি জে৩’ এনেছে স্যামসাং মোবাইল বাংলাদেশ। ৪জি এলটিই প্রযুক্তির এই ডিভাইসটি আল্ট্রা ডাটা সেভিং মোড (ইউডিএস) এবং এস-বাইক মোডের।

ব্যবহারকারীরা এই ইউডিএস মাধ্যমে মোবাইল ডাটার ব্যবহার এবং ডাটা অপটিমাইজেশনের মাধ্যমে ডাটা সংরক্ষণ সম্পর্কে আলাদা তথ্য জানতে পারবে। এছাড়াও এটি ৫০ শতাংশ পর্যন্ত ডাটা সাশ্রয়ে সক্ষম।

আর লেটেস্ট এস-বাইক মোডটি বাইক চালানো অবস্থায় ইনকামিং কলগুলোকে নিয়ন্ত্রণ করে। এটি ব্যবহারের জন্য হ্যান্ডসেটের নোটিফিকেশন প্যানেলে গিয়ে এস বাইক মোডটি অ্যাক্টিভেট করতে হবে। এনএফসি কানেকটিভিটির সাহায্যে এনএফসি ট্যাগটি ট্যাপ করেও এই মোডটি চালু করা যায। ব্যবহারকারী এই পদ্ধতিতে কয়েকটি গুরুত্বপূর্ণ নম্বরকে চিহ্নিত করে রাখলে গাড়ী চালানো অবস্থাতেও নোটিফিকেশন পাবেন।

অ্যান্ড্রয়েডের লেটেস্ট ৫.১.১ ওএস নির্ভর জে৩‘র ৫ ইঞ্চি ডিসপ্লে এইচডি সুপার অ্যামোলেড প্রযুক্তির। ফলে দিনের আলোতেও উজ্জ্বল রঙ এবং স্বচ্ছ ছবি প্রদর্শন করে। ১.৫ জিবি ৠাম, ১.৫ গিগাহার্টজ কোয়াড-কোর প্রসেসরের ফোনটি গেমপ্রেমীদের জন্যও উপযুক্ত সেইসাথে যারা দ্রুত বেশী কাজ সহজে করতে চায়।

এছাড়া প্রতিটি অ্যাপে কত শতাংশ চার্জ ফুরালো এবং ব্যাটারিতে কত শতাংশ চার্জ অবশিষ্ট রয়েছে তা প্রদর্শনে আছে স্মার্ট ম্যানেজার।

আকর্ষনীয় নকশা আর আধুনিক ফিচার সমৃদ্ধি জে৩ বাজারের অন্যান্য অনুরুপ দামের হ্যান্ডসেটগুলোর মধ্যে অন্যতম বলে মনে করছে স্যামসাং।

এর ইন্টারনাল মেমোরি ৮ জিবি( ১২৮জিবি পর্যন্ত বাড়ানো যাবে), ব্যাটারি ২,৬০০ মিলি অ্যাম্পিয়ার ব্যাটারি।

এতে বেশ কিছু অ্যাডভান্সড কার্যক্ষমতা থাকায় ব্যবহারকারী ল্যাগ ফ্রি অপারেশন, বাফার ফ্রি ইন্টারনেট ব্রাউজিং এবং বাধাহীন দীর্ঘক্ষণ গেমস খেলার অভিজ্ঞতা নিতে পারবেন। এই স্মার্টফোনের সঙ্গে গ্রাহকরা আরও উপভোগ করতে পারবেন বাংলাদেশের সাংস্কৃতিক বিষয়ে কাস্টমাইজড প্যাকেজিং।

৪.৫৬ মি.মি সরু বেজেলের এই হ্যান্ডসেটের চওড়া ৭.৯ মি.মি। লেদার ফক্স ব্যাক কাভার থাকায় স্বাচ্ছন্দ্যে এটি হাতের মুঠোয় ধরে রাখা যায়।

১৪ হাজার ৯৯০ টাকা মূল্যের সাদা, কালো ও সোনালী রঙের এ ফোনটি স্যামসাং মোবাইল বাংলাদেশর অনুমোদিত সকল স্টোরে পাওয়া যাচ্ছে।

বাংলাদেশ সময়: ১৯৪৪ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০১৬

এসজেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।