ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

ময়মনসিংহে শুরু হচ্ছে দু’দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০১ ঘণ্টা, এপ্রিল ২১, ২০১৬
ময়মনসিংহে শুরু হচ্ছে দু’দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ময়মনসিংহ: ময়মনসিংহে শুরু হচ্ছে দু’দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা। ১২ ও ১৩ মে নগরীর সার্কিট হাউজের জিমনেশিয়ামে এ মেলা অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (২১ এপ্রিল) বিকেলে অতিরিক্ত জেলা প্রশাসকের (সার্বিক) কক্ষে এ মেলা উপলক্ষে অনুষ্ঠিত অগ্রগতি পর্যালোচনামূলক সভায় এসব তথ্য জানান অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হারুন অর রশিদ।

এ সময় প্রেসক্লাব ময়মনসিংহের সাধারণ সম্পাদক শামসুল আলম খান, সিটি প্রেসক্লাব সভাপতি আইয়ুব আলী, ময়মনসিংহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বাবুল হোসেন, জেলা তথ্য কর্মকর্তা শামসুল আলম, ওয়ার্ড কাউন্সিলর ফরহাদ আলম প্রমুখ বক্তব্য রাখেন।

ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হারুন অর রশিদ বাংলানিউজকে জানান, তথ্যপ্রযুক্তি ব্যবহার করে সহজে দ্রুততম সময়ে ও স্বল্প খরচে জনগণের দোরগোড়ায় সেবা দেওয়ার সেতুবন্ধন রচনা করা, ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে সরকারের বিভিন্ন উদ্যোগ, স্থানীয় পর্যায়ের উদ্ভাবন সম্পর্কে মানুষকে ব্যাপকভাবে পরিচিত করার লক্ষ্যে বিভাগীয় কমিশনারের কার্যালয়ের ব্যবস্থাপনায় ডিজিটাল উদ্ভাবনী মেলা আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে।

মেলা সফল করতে আগামী ১০ মে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ২০০০ ঘণ্টা, এপ্রিল ২১, ২০১৬
এএটি/এএ

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।