ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

এআইইউবি’তে ‘সেইবই’ ক্যাম্পাস অ্যাক্টিভেশন

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৩০ ঘণ্টা, এপ্রিল ২১, ২০১৬
এআইইউবি’তে ‘সেইবই’ ক্যাম্পাস অ্যাক্টিভেশন

রাজধানীর বনানীর আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ  (এআইইউবি)  এর ক্যাম্পাস ৪’এ শুরু হয়েছে “সেইবই” ক্যাম্পাস অ্যাক্টিভেশন-২০১৬। বুধবার (২০ এপ্রিল) থেকে শুরু হওয়া দুই দিনব্যাপী এই কার্যক্রমে এক্সাইটিং অ্যাক্টিভিটি ও কুইজ কন্টেস্টের আয়োজন করা হয়েছে।

এআইইউবি শিক্ষার্থীরা অ্যাক্টিভেশনে অংশগ্রহণ করে ‌’সেইবইয়ের’ আকর্ষনীয় গিফট আইটেম জিতে নেয়ার সুযোগ পাচ্ছে। সেইবই অ্যাপ ইন্সটল এবং রেজিস্ট্রেশনে থাকছে বিশেষ গিফট এবং লটারি। পর্যায়ক্রমে অন্যান্য ইউনিভার্সিটিতেও কার্যক্রমটি শুরু করবে সেইবই’র উদ্যোক্তারা।

উল্লেখ্য, সেইবই হলো অনলাইনে বাংলা বইয়ের স্টোর। এতে ইনবিল্ড আছে ইবুক রিডার। তাই ই-বুক স্টোরের বইগুলো ডাউনলোড করে পড়া যায়। স্মার্টফোন বা ট্যাবে ব্যবহারযোগ্য এই অ্যাপ ইনস্টল করলেই ফ্রি আটটি বই পাওয়া যাবে।

এছাড়া আরও ২৫০টি বই ফ্রি ডাউনলোড ও কয়েকশ বই কেনা যাবে, এই সংগ্রহ ক্রমশ বাড়ছে।

তবে, বিনামূল্যে বইয়ের পাশাপাশি কিছু কিছু বইয়ের জন্যে গ্রাহকদের নির্দিষ্ট মূল্য পরিশোধ করতে হবে। আর এই দামও থাকবে হাতের নাগালেই। সহজে পেমেন্টের জন্য রাখা হয়েছে বেশ কয়েকটি পদ্ধতি।

এখানে বাংলা সাহিত্যের কালজয়ী উপন্যাস ছাড়াও জনপ্রিয় লেখক, কবি ও সাহিত্যিকদের বিভিন্ন ক্যাটাগরির বই রয়েছে। পাঠকদের পড়ার সুবিধার্থে “সেইবই” অ্যাপে লেখা ছোট-বড় করা, হাইলাইট, পাতার রং পরিবর্তন, অভিধান এবং বুকমার্ক সহ বেশ কিছু সুবিধা দেয়া হয়েছে।

সবমিলিয়ে একজন পাঠক বিশ্বের যেকোনো প্রান্ত থেকে পছন্দের বাংলা বইগুলো “সেইবই” অনলাইন স্টোর থেকে সংগ্রহ করে স্মার্টফোন বা ট্যাবলেটে পড়তে পারবেন।

গুগল প্লে-স্টোর এবং অ্যাপল অ্যাপ স্টোর থেকে বিনামূল্যে ডাউনলোড করা যাবে অ্যাপটি।

ডাউনলোড লিংক :
গুগল প্লে: https://play.google.com/store/apps/details?id=raven.reader

অ্যাপল অ্যাপ স্টোর:  https://itunes.apple.com/us/app/sheiboi/id976937372?mt=8

ফেসবুক পেজ লিঙ্কঃ https://web.facebook.com/sheiboireader

বাংলাদেশ সময়: ০৮২৬ ঘণ্টা, এপ্রিল ২১, ২০১৬
এসজেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।