ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

সিম্ফনির ‘বোম্বাস্টিক অফারে’ মোটরসাইকেল জিতলেন দুজন

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩২ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০১৬
সিম্ফনির ‘বোম্বাস্টিক অফারে’ মোটরসাইকেল জিতলেন দুজন

দেশিয় মোবাইল ফোন ব্র্যান্ড সিম্ফনির ‘বোম্বাস্টিক অফারে’ মোটরসাইকেল জিতে নিলেন চট্টগ্রামের  জাহেদুল আবেদিন সোহেল এবং ঢাকার মিথুন।

বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিতে রাজধানীর গুলশানে এডিসন গ্রুপের প্রধান কার্যালয়ে বুধবার (১৩ এপ্রিল) সন্ধ্যায় এক অনাড়ম্বর অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এডিসন গ্রুপের চেয়ারম্যান আমিনুর রশীদ, জ্যেষ্ঠ পরিচালক রেজোয়ানুল হক, ডিরেক্টর মার্কেটিং আশরাফুল হক, হেড অব কর্পোরেট এ্যাফেয়ার্স মেজর আব্দুল মালেক মিয়াজী, পিএসসি (অবসরপ্রাপ্ত) এবং ন্যাশনাল সেলস ম্যানেজার এম এ হানিফ উপস্থিত থেকে বিজয়ীদের পুরস্কৃত করেন।  

গত ৮ মার্চ থেকে শুরু হওয়া এই “বোম্বাস্টিক অফার” এখনো চলছে। তাই মোবাইল ফোন গ্রাহকরা ব্র্যান্ডটির অফারকৃত নির্দিষ্ট মডেলগুলো থেকে পছন্দের ফোনটি কিনলে সঙ্গে দারুণ সব উপহার লাভের সুযোগ পাচ্ছে।

উল্লেখ্য, সিম্ফনির এই ‘Symphony H60, Symphony H120, Symphony H250, Symphony ZV Pro, Symphony ZVI & Symphony P6 (2 GB), Symphony P6 Pro (2GB) হ্যান্ডসেট মডেলগুলো কিনলে সঙ্গে থাকছে একটি স্ক্র্যাচকার্ড।

স্ক্র্যাচকার্ড ঘষলেই সর্বনিম্ন ২০০ টাকা (নিশ্চিত) থেকে শুরু করে সর্বোচ্চ ১০০% পর্যন্ত নগদ মূল্য ছাড় রয়েছে। এছাড়াও আছে গাড়ি, মোটর সাইকেল, ফ্রিজ, এসি’র মত আকর্ষনীয় পুরস্কার।

সংশ্লিষ্ট সুত্র জানিয়েছে যে, খুব শীঘ্রই অন্যান্য বিজয়ী ক্রেতাদেরকেও প্রাপ্ত পুরস্কার বুঝিয়ে দেয়া হবে।

বাংলাদেশ সময়: ১৫৪০ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০১৬
এসজেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।