ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

ভয় নয়, সাইবার ঝুঁকিকে জয় করতে হবে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৯ ঘণ্টা, এপ্রিল ১২, ২০১৬
ভয় নয়, সাইবার ঝুঁকিকে জয় করতে হবে ছবি: দীপু মালাকার- বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: ডিজিটাল ইকোনমি যতো এগিয়ে যাচ্ছে সাইবার সিকিউরিটির হুমকি ততোই বাড়ছে জানিয়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, সাইবার ওয়ার্ল্ডে বিজয়ী হতে হবে।

মঙ্গলবার (১২ এপ্রিল) সকালে রাজধানীর একটি হোটেলে সাইবার সিকিউরিটি অ্যান্ড নেটওয়ার্ক সিকিউরিটির ওপর এক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিমন্ত্রী একথা বলেন।

সাইবার নিরাপত্তার এজেন্ডা আন্তর্জাতিক ইস্যু উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, এটাকে প্রতিরোধ করতে হলে আন্তর্জাতিক সমন্বয় প্রয়োজন। আমাদের সাইবার অ্যাক্টিভিটিজ বাড়ছে, এজন্য আক্রমণও বাড়ছে। সেজন্য সক্ষমতা তৈরির জন্য প্রশিক্ষণ প্রয়োজন।

‘সাইবার ঝুঁকিকে ভয় করলে হবে না, সাইবার ওয়ার্ল্ডে বিজয়ী হতে হবে। আমরা বিজয়ী জাতি, সরকারি-বেসরকারি সবাইকে নিয়ে প্রতিরোধ মোকাবেলা করতে হবে। ’

মোবাইল অপারেটরসহ মাল্টিন্যাশনাল কোম্পানিগুলোও সাইবার ঝুঁকির মধ্যে রয়েছে বলেও জানান প্রতিমন্ত্রী।

সাইবার আক্রমণ মোকাবেলায় বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, এটা মোকাবেলার জন্য আইন দরকার, আমরা নীতিমালা করেছি।

‘ডিজিটাল ফরেনসিক ল্যাব, সাইবার সিকিউরিটি এজেন্সি, ন্যাশনাল সাইবার ইনসিড্যান্ট রেসপন্স টিম প্রয়োজন। সবগুলো সমন্বয় করে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট প্রণীত হয়েছে। এগুলোর জন্য জনবল ও অর্থ মন্ত্রণালয়ের অনুমতি প্রয়োজন। ’

ডিজিটাল বাংলাদেশে সাইবার ঝুঁকি মোকাবেলা এভাবে সক্ষমতা আস্তে আস্তে বাড়ছে বলে জানান প্রতিমন্ত্রী।

নিজ উদ্যোগে নিরাপত্তা নিয়ে প্রশিক্ষণের জন্য আইএসপিএসি’কে ধন্যবাদ জানান পলক।

আইএসপি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ও আইসিটি বিজনেস প্রমোশন কাউন্সিলের আয়োজনে কর্মশালায় সভাপতিত্ব করেন আইএসপি অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট এমএ হাকিম প্রগতি।

বিজনেস প্রোমোশন কাউন্সিলের কো-অর্ডিনেটর ও বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব ফকির ফিরোজ আহমেদ, আইএসপিএবি’র সাধারণ সম্পাদক ইমদাদুল হক অনুষ্ঠানে বক্তব্য রাখেন।

দু’দিনব্যাপী কর্মশালায় পুলিশ, সিআইডি, এসবি, ডিবি ডিজিএফআই, এনএসআই, পিবিআই, বিভিন্ন ব্যাংক, বিটিআরসি,  বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানগুলোর নেটওয়ার্ক ও তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞরা প্রশিক্ষণ গ্রহণ করবেন।

কর্মশালায় প্রশিক্ষণ দেবেন আন্তর্জাতিক স্বনামধন্য তথ্য প্রযুক্তিবিদ ও ইন্টারনেট সোসাইটির কেভিন মেনিল, এপিনিক'র নিরাপত্তা বিশেষজ্ঞ ফখরুল আলম।

তারা কিভাবে একটি প্রতিষ্ঠানের নেটওয়ার্ক নিরাপদ ও ঝুঁকিমুক্ত রাখা যায় সে সম্পর্কে হাতে কলমে জ্ঞানদান করবেন এবং এর টেকনিক্যাল সমস্যা হলে কিভাবে তা সমাধান করা যায় তা প্রশিক্ষণার্থীরা এ কর্মশালার মাধ্যমে জানতে পারবেন।

বাংলাদেশ সময়: ১২০৪ ঘণ্টা, এপ্রিল ১২, ২০১৬
এমআইএইচ/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।