ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

ইন্ডাস্ট্রি ও গ্রাহকের মধ্যে রূপান্তরের মাধ্যম এরিকসন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬২৬ ঘণ্টা, এপ্রিল ১১, ২০১৬
ইন্ডাস্ট্রি ও গ্রাহকের মধ্যে রূপান্তরের মাধ্যম এরিকসন

ঢাকা: ২০১৬ সালে তথ্যপ্রযুক্তির মৌলিক শক্তি ৫জি, ইন্টারনেট অব থিংস ও ক্লাউড সব ইন্ডাস্ট্রিতেই ডিজিটাল ভাঙন নিয়ে আসবে। আর এক্ষেত্রে ইন্ডাস্ট্রি ও গ্রাহকের মধ্যে একটি রূপান্তরের মাধ্যম হিসেবে এরিকসন কাজ করছে বলে মন্তব্য করেছেন এরিকসন বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর রাজ।

 

রোববার (১০ এপ্রিল) প্রতিষ্ঠানটির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

এ সময় তিনি সম্প্রতি শেষ হওয়া স্পেনের বার্সোলোনায় মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে এরিকসন প্রেসিডেন্ট ও সিইও হ্যান্স ভেস্টবার্গের বক্তব্যের উদ্ধৃত করেন।

হ্যান্স ভেস্টবার্গ বলেছেন, ২০১৬ সালে ৫জি, ইন্টারনেট অব থিংস ও ক্লাউড সব ইন্ডাস্ট্রিতেই ডিজিটাল ভাঙন নিয়ে আসবে। এরিকসন ৫০ বিলিয়ন কানেকটেড ডিভাইসের ভিশন নিয়ে এবং তথ্যপ্রযুক্তির তিন মৌলিক শক্তি ব্র্রডব্যান্ড, মবিলিটি ও ক্লাউড নিয়ে কাজ করছে, যা বর্তমানে কাজের শৃঙ্খলা, ডিজিটালাইজিং বিজনেস মডেল ও নতুন সম্ভবনা তৈরিতে সাহায্য করছে।

রাজ বলেন, ইন্ডাস্ট্রি ও গ্রাহকের মধ্যে রূপান্তরের একটি মাধ্যম হিসেবে কাজ করছে এরিকসন। বর্তমান সময়ে ৬৬ শতাংশ ব্যবসা আসছে সফটওয়্যার ও সেবা, এই দুই মাধ্যমে। অথচ কয়েক বছর আগেও এটি প্রায় পুরোপুরিই ছিলো হার্ডওয়্যারভিত্তিক। বর্তমানে আমাদের ব্যবসায়িক প্রতিযোগীদের বেশির ভাগই কেবল টেলিকমিউনিকেশন নয়, বরং আইসিটি নিয়ে বাজারে ব্যবসায়িক প্রতিযোগিতা করছেন।

তিনি বলেন, শুধু তাই নয়, ব্যবসায়িক কার্যক্রমেও গ্রাহকের চাহিদাকে প্রাধান্য দেওয়া হচ্ছে গুরুত্ব সহকারে। এছাড়া কেবল ইন্ডাস্ট্রি নয়, বরং পুরো সমাজই ব্র্রডব্যান্ড, মবিলিটি এবং ক্লাউড দিয়ে বিভাজিত হয়ে যাচ্ছে। আমরা নিজেদের পুরোনো প্রথা থেকে রূপান্তর করতে পারছি।

রাজ বলেন, সম্প্রতি এরিকসন সারাবিশ্বে ২০টি প্রধান অপারেটরের সাথে ৫জি চুক্তি করেছে, যা অন্য যে কারোর চেয়ে অনেক বেশি। গ্রাহক ও ব্যবসা প্রতিষ্ঠানকে ইন্টারনেট অব থিংস প্রযুক্তিতে রূপান্তর করতে এরিকসন ইন্ডাস্ট্রির সঙ্গে কাজ করছে। এছাড়া টেলিকম সেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলোকে ক্লাউড সেবায় রূপান্তরের লক্ষ্যে এরিকসন অ্যামাজন ওয়েব সার্ভিসের সঙ্গে একটি জোটগঠনেরও পরিকল্পনা করছে।

তিনি বলেন, ইন্ডাস্ট্রি অংশীদারিত্বের উপর ভিত্তি করে এরিকসনের সেবা তৈরি। কারণ তথ্যপ্রযুক্তির বিশালতা এমন যে, কোনো একক কোম্পানি সবগুলো সুযোগের সদ্ব্যবহার করতে পারে না। এ বছর বিভিন্ন পর্যায়ের ৫০টিরও বেশি পার্টনার মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে এরিকসনের সঙ্গে দিয়েছে বলেও জানান তিনি।  

এছাড়া ডায়নামিক সার্ভিস ম্যানেজার নামে একটি নতুন প্রোডাক্ট নিয়ে এসেছে এরিকসন, যা ডোমেইন ক্রেতাদের মাল্টিপল টেকনোলজির মাধ্যমে রিয়েল-টাইম ব্যবস্থাপনার জন্য নেটওয়ার্ক সেবা দেবে।

রাজ বলেন, বাস্তবতার প্রেক্ষিতে এরিকসন একটি দ্রুতবর্ধনশীল ও স্থায়ী আইসিটি বাজার তৈরি করতে জোরালো ভূমিকা পালন করছে।

বাংলাদেশ সময়: ০৬২২ ঘণ্টা, এপ্রিল ১১, ২০১৬
এমআইএইচ/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।