ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

লাইকা ক্যামেরা প্রযুক্তিতে ‘হুয়াওয়ে পি৯’

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৮ ঘণ্টা, এপ্রিল ১০, ২০১৬
লাইকা ক্যামেরা প্রযুক্তিতে ‘হুয়াওয়ে পি৯’

জিআর৫ ও মেইট৮ মডেলের স্মার্টফোন দুটিতে ব্যাপক সফলতার পর এবার পি সিরিজের নতুন পি৯ স্মার্টফোন বিশ্ববাজের উন্মোচন করলো বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অ্যান্ড্রয়েড স্মার্টফোন ব্র্যান্ড হুয়াওয়ে। লন্ডনের বেটারসি ইভোল্যুশনে হলিউডের জনপ্রিয় অভিনেতা হেনরি ক্যাভিলসহ খ্যাতনামা অনেক ফটোগ্রাফার, চিত্র নির্মাতাদের সামনে স্মার্টফোন ফটোগ্রাফি বিশেষায়িত মডেলটি ‘পি৯’ উপস্থাপন করা হয়।

বিখ্যাত ফটোগ্রাফার ম্যারি ম্যাক্কার্টনি এবং ন্যাশনাল জিওগ্রাফিক ওয়ার্ল্ড প্রেস ফটো অ্যাওয়ার্ডপ্রাপ্ত ফটোগ্রাফার ডেভিট গাটেনফিল্ডার এর উপস্থাপনায় অনুষ্ঠানে এছাড়াও উপস্থিত ছিলেন হলিউড অভিনেত্রী স্কারলেট জনসন ও অভিনেতা হেনরি ক্যাভিল।

অনুষ্ঠানে জানানো হয়, বিশ্বের নামকরা ক্যামেরা নির্মাতা লাইকা ‘পি৯’ এর ক্যামেরা তৈরিতে কাজ করেছে। এতে উচ্চমানের ডুয়েল লেন্স ক্যামেরা ব্যবহৃত হওয়ায় স্মার্টফোনের ক্ষেত্রে উল্লেখযোগ্য উদ্ভাবন বলে মনে করছে হুয়াওয়ে। লাইকা ক্যামেরার মাধ্যমে লাইট, ক্ল্যারিটি, কালার এবং সাদা-কালো ছবি তোলারমতো উন্নত সব ফিচারই যুক্ত করা হয়েছে। এর ১২ এমপি মূল ক্যামেরায় মনোক্রম এবং আরজিবি প্রযুক্তি ও ফ্রন্টে রয়েছে ৮ এমপি ক্যামেরা।    

৫.২ ইঞ্চির আইপিএস এনইও এলসিডি প্রযুক্তির ফুল এইচডি ডিসপ্লের আধুনিক এই স্মার্টফোনটি সহজেই আকৃষ্ট করার মতো। অ্যান্ড্রয়েড ৬ মার্শম্যালো অপারেটিং সিস্টেম নির্ভর এ ফোনে প্রতিষ্ঠানের নিজস্ব ইমোশন ইউআই ৪.১ রয়েছে।

অন্যান্য বিশেষ বৈশিষ্ট্যের মধ্যে পাওয়া যাবে হাইসিলিকন ক্রিন ৯৫৫ চিপসেট, ২.২ ও ১.৮ গিগাহার্টজের অক্টাকোর প্রসেসর, ৩০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি। ফোনটির ৩২ জিবি ভার্সনে তিন জিবি ৠাম এবং ৬৪ জিবিতে নির্ধারণ করা হয়েছে চার জিবি ৠাম। দুটি সংস্করণের ব্যবহারকারীরাই ১২৮ গিগাবাইট পর্যন্ত মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে মেমোরি বাড়াতে পারবেন।

অন্যদিকে একটু বড় ডিসপ্লে পছন্দ করেন এমন গ্রাহকদের জন্য ৫.৫ ইঞ্চির পি৯ প্লাস বিশ্ব বাজারে উন্মুক্ত করেছে হুয়াওয়ে। মোটামুটি একই ফিচার থাকলেও কিছুটা পরিবর্তন রয়েছে পি৯ প্লাসে।  

প্রতিষ্ঠানটি বলছে, বিশ্বে পি৯ এবং পি৯ প্লাসই প্রথম স্মার্টফোন যেগুলোতে ডুয়েল লেন্স ব্যবহৃত হয়েছে। ফলে ইমেজস্মার্ট প্রসেসিং প্রযুক্তি, ডেপ্থ ম্যাজারমেন্ট চিপ, হাইব্রিড ফোকাস, ফটোগ্রাফিক ফাংশন, বৃহৎ অ্যাপার্চার এবং লাইকা’র বিশেষ কালার মোড প্রযুক্তি সুবিধা উপভোগ করা যাবে।

হুয়াওয়ে কনজিউমার বিজনেস গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা রিচার্ড ইউ বলেন, মানুষ নিজ সংস্কৃতি, পরিবেশ ও তার চারপাশ থেকে যে সৃষ্টিশীল অভিজ্ঞতা অর্জন করে সে অনুযায়ী তাদের চাহিদা তৈরি হয়, প্রযুক্তির ক্ষেত্রে আমরা সেই চাহিদা পূরণের চেষ্টাটাই করে থাকি। পি৯-এর ক্ষেত্রে আমরা লাইকার সঙ্গে মিলে চেষ্টা করেছি ক্যামেরায় সেরা কিছু ফিচার যুক্ত করার যা আমাদের জন্য একটি চ্যালেঞ্জ ছিলো। আর এ কারণেই আমরা পি৯-কে গেইম চেঞ্জার বলে আখ্যায়িত করেছি।

লাইকা ক্যামেরা এজি’র প্রধান নির্বাহী কর্মকর্তা অলিভার ক্যাটনার বলেন, ক্যামেরা ফটোগ্রাফি দিনকে দিন জনপ্রিয় হচ্ছে। নিত্য-নতুন প্রযুক্তি যুক্ত হচ্ছে শুধুমাত্র ক্যামেরা ফিচারে। এরই ধারাবাহিকতায় আমরা হুয়াওয়ের সঙ্গে মিলে সৃষ্টিশীল প্রযুক্তি যুক্ত করেছি পি৯ মডেলে।

উল্লেখ্য, দক্ষিণ আফ্রিকার বিখ্যাত পরিচালক ব্রেইলি ওয়ালসের পরিচালনায় হুয়াওয়ে পি৯’এর বিজ্ঞাপনে অভিনয় করবেন হলিউড অভিনেতা হেনরি ক্যাভিল ও টনি অ্যাওয়ার্ডপ্রাপ্ত অভিনেত্রী স্কারলেট জনসন। পুরো বিজ্ঞাপনের দৃশ্যায়ন করা হবে চীনের সাংহাই ও নিউজিল্যান্ডে। বিজ্ঞাপনটি টিভিতে দেখা যাবে চলতি মাসের মাঝামাঝি থেকে।

হেনরি ক্যাভিল এ প্রসঙ্গে বলেন, প্রযুক্তি ব্যবহারে সবসময় আমার আগ্রহ বেশী। হুয়াওয়ের ডুয়েল লেন্সের ক্যামেরা সংযুক্ত ফোনটি আসলেই অসাধারণ। স্মার্টফোন ক্যামেরায় এতো উন্নত প্রযুক্তি ব্যবহার সম্ভব তা পি৯ ব্যবহার করেই বুঝতে পারলাম।

স্কারলেট জনসন বলেন, দ্য আর্ট অব ফটোগ্রাফি ব্যাপারে আমি অনেক বেশি আগ্রহী। দৃষ্টিনন্দন একটি ডিভাইস তৈরিতে বিশ্বখ্যাত প্রতিষ্ঠান দুটি কাজ করছে যা যুগান্তকারী উদ্যোগ।

চীনা নির্মাতা পি৯ এবং পি৯ প্লাসের পাশাপাশি পরিধানযোগ্য টকব্যান্ড বি৩ উন্মোচন করেছে। এটি প্রিমিয়াম ষ্টেইনলেস ষ্টীল ও থ্রিডি কার্ভড গরিলা গ্লাসে তৈরি। ব্লুটুথ ৪.১-এর মাধ্যমে মোবাইলের সঙ্গে যুক্ত করে ব্যবহারকারী অনেক কাজ অনায়াসে করতে পারবে। পিএমওএলইডি ডিসপ্লের এই টকব্যান্ডের ব্যাটারি ৯১ মিলিঅ্যাম্পিয়ার যা দিয়ে ১.৫ ঘন্টার চার্জে টানা ছয় ঘন্টা কথা বলা যাবে।

বাংলাদেশ সময়: ১৩৪৫ ঘণ্টা, এপ্রিল ১০, ২০১৬
এসজেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।