ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

৭ এপ্রিল প্রকাশ হচ্ছেনা ‘ওয়ানপ্লাস ৩’

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৮ ঘণ্টা, মার্চ ২৮, ২০১৬
৭ এপ্রিল প্রকাশ হচ্ছেনা ‘ওয়ানপ্লাস ৩’

চীনভিত্তিক স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান ওয়ানপ্লাসের ৭ এপ্রিলের ইভেন্টকে সম্মুখে রেখে এ মুহূর্তে ফাঁস হয়েছে তাদের নতুন ফ্লাগশীপ স্মার্টফোন ‘ওয়ানপ্লাস ৩’র বৈশিষ্ট্যসমূহ। কিন্তু নির্মাতা প্রতিষ্ঠানটি বলছে, এই ইভেন্ট নতুন কোনো পণ্য প্রকাশের জন্য নয়, চীনের বাজারকে গুরুত্ব দিয়ে তারা আয়োজনটি করছে।



এক বিবৃতিতে অ্যান্ড্রয়েড কর্তৃপক্ষকে ওয়ানপ্লাস আরো নিশ্চিত করে ‘আমরা আমাদের পরবর্তী ডিভাইস সেসময় প্রকাশ করবনা’। অবশ্য নতুন মডেলটি যে হবে ‘অসাধারণ’ তা সুস্পষ্ট করেছে তারা।  

আবার কেউ কেউ অনুমান করছে এদিন নতুন হাইড্রোজেন ওএস মুক্তি পেতে পারে।

ফাঁসকৃত তথ্য অনুযায়ী ৫.৫ ইঞ্চি ডিসপ্লের পণ্যটিতে অন্তর্ভূক্ত করা হয়েছে অ্যান্ড্রয়েড ৬.০ ওএস, কোয়ালকমের আধুনিক স্ন্যাপড্রাগন ৮২০ প্রসেসর, ৪জিবি ৠাম, ৩২ জিবি স্টোরেজ এবং ১৬ এমপি মূল ক্যামেরা। মৌলিক এ বৈশিষ্ট্যগুলো ওয়ানপ্লাস ২ মডেলের সাথে তুলনা করলে দেখা যায় প্রসেসর আর ক্যামেরা পার্টটি বাদে সবকিছুতে মিল রয়েছে।

তাই ওয়ানপ্লাসের নতুন ‘এ৩০০০’ ব্যবহারকারীরা এতে পরিবর্তন হিসেবে পাচ্ছে শুধু প্রসেসর এবং ক্যামেরা। খুব সম্ভবত অনতুতু বেঞ্চমার্ক পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে এসব বৈশিষ্ট্য ফাঁস হয়েছে বলে ধারণা করা হচ্ছে।    

মোবাইল ফোনের বাজারে সবসময় আলাদাভাবে পরিচয় দিতে চীনের এ প্রতিষ্ঠানটি নিজেদের ফ্লাগশীপ চ্যালেঞ্জার বলছে। কেননা গ্রাহক চাহিদাকে প্রাধান্য দিয়ে সাশ্রয়ী মূল্যে আধুনিক সব প্রযুক্তি অফার করছে ফোনে।

প্রতিষ্ঠানটি ওয়ানপ্লাস ওয়ানকে ‘নেভার সেটল’ ট্যাগ দিয়ে বাজারে ছাড়ে এবং ওয়ানপ্লাস ২‘কে ২০১৬ সালের ফ্ল্যাগশীপ কিলার বলে অভিহিত করে। কিন্তু আগের মডেলের মতো এটা পুরোপুরি সফলতা পায়নি।

ওয়ানপ্লাসের সহ-প্রতিষ্ঠান কার্ল পি এ ব্যাপারে বলেন, ওয়ানপ্লাস ৩ এর আগমন হচ্ছে এ বছরেই খুব সম্ভবত দ্বিতীয় প্রান্তিকে। সংবাদমাধ্যমকে তিনি এও বলেন যে মডেলটি আসছে নতুন ডিজাইন নিয়ে।

পিয়ের মন্তব্যের উপর ভিত্তি করে এখন আশা করা হচ্ছে গ্রাহকদের আগ্রহ এবং বিক্রি বাড়াতে সত্যিই ওয়ানপ্লাস ৩’তে কিছুটা নতুনত্ব থাকছে।

এদিকে সম্প্রতি ঘোষিত ওয়ানপ্লাস ২ এর মূল্য হ্রাস করেছে প্রতিষ্ঠানটি। সে হিসাবে এর ১৬ জিবি ভার্সনের মূল্য রুপিতে প্রায় ২১ হাজার এবং ৬৪ জিবি’র মূল্য প্রায় ২৩ হাজার।

বাংলাদেশ সময়: ১৫৫৫ ঘণ্টা, মার্চ ২৮, ২০১৬
এসজেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।