ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

দেশের প্রথম ওয়েব টিভির ‘৭১নিউজ.টিভি’ যাত্রা হচ্ছে

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২০ ঘণ্টা, মার্চ ২৪, ২০১৬
দেশের প্রথম ওয়েব টিভির ‘৭১নিউজ.টিভি’ যাত্রা হচ্ছে

‘জেগে ওঠো বাঙ্গালি ৭১ এর চেতনায়’ স্লোগান নিয়ে ‍বৃহস্পতিবার (২৪ মার্চ) সন্ধ্যায় ঢাকার খামারবাড়ি কৃষিবিদ মিলনায়তনে উদ্বোধন হচ্ছে দেশের প্রথম ওয়েব টিভি ‘৭১নিউজ.টিভি’।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটি জানিয়েছে, উদ্বোধনী আনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথির আসনে থাকবেন জাতীয় সংসদরে স্পীকার ড. শিরীন শারমীন চৌধুরী, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী অ্যাড. মোস্তাফিজার রহমান ফিজার, পররাষ্ট্র বিষয়ক প্রতিমন্ত্রী মোঃ শাহরিয়ার আলম, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী, প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক, প্রযুক্তিবিদ ও প্রধান উপদেষ্টা ৭১ নিউজ.টিভি মোস্তফা জব্বার সহ গণ্যমান্য ব্যক্তিরা।



এতোদিন ৭১ নিউজ.টিভি এর পরীক্ষামূলক কার্যক্রম চলছিল।  

বিশ্বের তথ্যভান্ডার হিসেবে গড়ে তোলার অভিপ্রায় নিয়ে ওয়েব টিভিটির’র সম্প্রচার শুরু করছে প্রতিষ্ঠানটি। ব্যবহারকারীরা এর আর্কইভে আপডেট সমস্ত তথ্যসহ তাদের যেকোনো প্রয়োজনীয় তথ্য খুঁজে পাবেন। দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে বিশ্বের যে কোন প্রান্তে বসেই মোবাইল ফোন, নোটবুক, ল্যাপটপ, ডেস্কটপের মাধ্যমে খুব সহজেই ওয়েব টিভি উপভোগ করতে পারবেন।

‘আমাদের পথচলার প্রতিটি ক্ষেত্রে থাকবে সত্যের পক্ষে দৃঢ় অবস্থান এবং অশুভ ও অসত্যের বিপক্ষে জোরালো পদক্ষেপ’ এমন অঙ্গীকার ৭১ নিউজ.টিভি’র। লগইন ঠিকানা www.71news.tv ।

বাংলাদেশ সময়: ১৭০২ ঘণ্টা, মার্চ ২৪, ২০১৬
এসজেডএম
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।