ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

রয়েল টিউলিপ রিসোর্ট অ্যান্ড স্পা’তে রবি’র ছাড়

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৫ ঘণ্টা, মার্চ ১৫, ২০১৬
রয়েল টিউলিপ রিসোর্ট অ্যান্ড স্পা’তে রবি’র ছাড় ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: সাগরপাড়ে আন্তর্জাতিক মানের অভিজাত রিসোর্ট রয়াল টিউলিপ রিসোর্টস অ্যান্ড স্পা’তে অবকাশ যাপনের সময় বিশেষ ছাড় উপভোগ করতে পারবেন মোবাইল ফোন অপারেটর রবি’র গ্রাহকরা।

ধন্যবাদ কর্মসূচির আওতায় গ্রাহকদের জন্য এ সুযোগ আনতে একটি চুক্তি সই করেছে অপারেটরটি।

 

রবি’র লয়ালটি অ্যান্ড উইন-ব্যাকের জেনারেল ম্যানেজার তৌফিক ইমাম ও রয়েল টিউলিপের সেলস অ্যান্ড মার্কেটিংয়ের ডিরেক্টর অমিত রাজদান সম্প্রতি চুক্তিটি সই করেন। রয়েল টিউলিপের এক্সিকিউটিভ সেলস মিজানুর ও রবি’র লয়ালটি অ্যান্ড উইন-ব্যাকের ম্যানেজার ক্যাসপার রিচার্ড রয় এসময় উপস্থিত ছিলেন।   

চুক্তির আওতায় রবি গ্রাহকরা রয়েল টিউলিপে রুম ট্যারিফের ক্ষেত্রে ৪৫ শতাংশ ও ফুড অ্যান্ড বেভারেজের ক্ষেত্রে ১৫ শতাংশ ছাড় উপভোগ করতে পারবেন। অফারটি শুধু কক্সবাজারের ইনানী বিচে’র রয়াল টিউলিপ রিসোর্টস অ্যান্ড স্পা’তে পাওয়া যাবে।

অফারটির জন্য CAT লিখে ১২১৩ নম্বারে এসএমএস পাঠিয়ে ধন্যবাদ কর্মসূচির আওতায় নিজেদের অবস্থান জানতে পারবেন রবি গ্রাহকরা।

 বাংলাদেশ সময়: ১৭৪৬ ঘণ্টা, মার্চ ১৫, ২০১৬
এমআইএইচ/পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।