ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

ফিচারে নতুনত্ব নিয়ে অ্যান্ড্রয়েড ‘এন’

তথ্যপ্রযুক্তি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১০ ঘণ্টা, মার্চ ১১, ২০১৬
ফিচারে নতুনত্ব নিয়ে অ্যান্ড্রয়েড ‘এন’

ঢাকা: অ্যান্ড্রয়েড ‘এম’ (মার্শম্যালো) এর ফিচারের সঙ্গে এখনও প্রযুক্তিপ্রেমীদের ঠিকমতো পরিচয় করাতে পারেনি গুগল। এর মধ্যেই পরবর্তী ভার্সন অ্যান্ড্রয়েড ‘এন’ বাজারে ছেড়েছে তারা।

বিষয়টি নিয়ে বেশ আলোচনা-সমালোচনা তৈরি হয়েছে। তবে অ্যান্ড্রয়েডের এ ভার্সনে বেশ কিছু নতুনত্ব নিয়ে এসেছে অ্যান্ড্রয়েড প্রস্তুতকারী গুগল।  

নতুন ভার্সনটি নিয়ে এখনও পরীক্ষা-নিরীক্ষা চালানো হচ্ছে বলে জানিয়েছেন অ্যান্ড্রয়েডের ইঞ্জিনিয়ারিং বিভাগের ভাইস প্রেসিডেন্ট ডেভ বুর্কি। আগামী মে মাসে এটি বাজারে ছাড়া হতে পারে।

অ্যান্ড্রয়েড ‘এন’র নতুন ফিচারের বিষয়ে প্রযুক্তি সাইটগুলো বলছে, এতে থাকছে মাল্টি-উইন্ডো সার্পোট সুবিধা। যার মাধ্যমে ব্যবহারকারীরা একসঙ্গে পাশাপাশি বা ওপর-নিচে দু’টি অ্যাপে কাজ করতে পারবেন।

নতুন ভার্সনে নোটিফিকশনে নতুনত্ব এনেছে গুগল। যাতে রয়েছে টেমপ্লেট আপডেট, বান্ডেল নোটিফিকেশন, সরাসরি রিপ্লাই, কাস্টম ভিউসহ আরো অনেক কিছু।

অ্যান্ড্রয়েড ‘এন’ এ নতুন একটি ‘প্রজেক্ট’ যোগ করা হয়েছে। যার মাধ্যমে কোনো অ্যাপকে অপটিমাইজ করা যাবে। এর ফলে ৠামের ওপর চাপ কমার পাশাপাশি অন্য অ্যাপের কার্যকারিতা বৃদ্ধি পাবে।

নতুন ভার্সনের ‘ডাটা সেভার’ মুড ব্যবহারকারীকে ডিভাইসটি নিয়ন্ত্রণে আরো সহায়তা করবে। আরও রয়েছে নম্বর ব্লকিং, মাল্টি লোকাল সাপোর্ট, বিভিন্ন ভাষার ২৫টির বেশি ভার্সনসহ নানা সুবিধা।

এর আগে অ্যান্ড্রয়েডের বিভিন্ন সংস্করণে জিঞ্জারব্রেড, হানিকম্ব, আইসক্রিম স্যান্ডউইচ, জেলি বিন, কিটক্যাট, ললিপপ ও মার্শম্যালো নাম রাখে গুগল।

বাংলাদেশ সময়:১১০১ ঘণ্টা, মার্চ ১১, ২০১৬
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।