ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

আইসিটি এক্সপো-২০১৬

শিশুরা আঁকলো ‘ডিজিটাল বাংলাদেশ’

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৫ ঘণ্টা, মার্চ ৪, ২০১৬
শিশুরা আঁকলো ‘ডিজিটাল বাংলাদেশ’ ছবি: আনোয়ার হোসেন রানা/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: রান্না ঘরে চলছে রান্নার যাবতীয় কাজ। পাশের ঘরেই ল্যাপটপ খোলা।

কাজের ফাঁকে ল্যাপটপে চলছে ফ্রিল্যান্সিংয়ের কাজ। এভাবেই একজন গৃহিণী বাড়ির সবকাজ সম্পাদনের পাশাপাশি অন্যকাজও করছেন।

এমন দৃশ্যের চিত্রায়ন করেছে শিশু নান্দোজা আহম্মেদ তিথি। তার পাশেই অপর এক শিশু আঁকছে ডেস্কটপের মনিটরের ওপর স্যাটেলাইটের চিত্র। এর মাধ্যমে সে বিশ্বকে হাতের মুঠোয় আনতে চায়।

শিশুদের রঙতুলিতে এমনই সব চিত্রায়নে ফুঠে ওঠেছে ‘ডিজিটাল বাংলাদেশ’। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে চলমান ‘বাংলাদেশ আইসিটি এক্সপো ২০১৬’-এ শিশুদের এ চিত্রাঙ্কন প্রতিযোগিতায় পাওয়া গেলো এসব দৃশ্য।

মেলার দ্বিতীয় দিন শুক্রবার (০৪ মার্চ) দুই গ্রুপে শিশুদের জন্য কর্তৃপক্ষ এমন আয়োজন করেছে। বলা যেতে পারে, সকালে শিশুদের পদচারণায় মেলার দ্বিতীয় দিন শুরু হয়।

চিত্রাঙ্কন এ প্রতিযোগিতায় শূন্য থেকে ছয় বছরের শিশুরা নিজেদের পছন্দমতো ছবি আঁকে। আর ছয় থেকে বারো পর্যন্ত বয়সের শিশুদের জন্য ‘ডিজিটাল বাংলাদেশ’ থিম নির্ধারণ করে দেওয়া হয়।
 
প্রযুক্তির মেলায় শিশুদের নিয়ে এমন আয়োজনে খুশি অভিভাবকরাও। রিনা আক্তার ও শাহবুদ্দিন মিয়া বাংলানিউজকে বলেন, প্রযুক্তি যে এখন সবার হাতে চলে গেছে শিশুদের এমন চিত্রাঙ্কন সে কথাই বলছে।

শিশুদের যদি শুরু থেকেই প্রযুক্তির সঙ্গে পরিচিত করে গড়ে তোলা যায়, তাহলে ডিজিটাল বাংলাদেশ গড়তে খুব বেশি সময় লাগবে না। এমনটাই মত দেন শিশুদের অভিভাবকরা।

বিআইসিসি’র হল অব ফেম- এ শিশুদের জন্য এমন আয়োজন করা হয়। সোয়া ঘণ্টা সময় দেওয়া হয় ছবি আঁকার জন্য। এরপর বিজীয়দের পুরস্কৃত ও অংশগ্রহণকারীদের দেওয়া হয় সান্তনা পুরস্কার।

সরেজমিনে দেখা যায়, চিত্রাঙ্কন শুরুর প্রায় এক ঘণ্টা আগে থেকেই শিশুরা বসে যায় প্রতিযোগিতার মাঠে। ছুটির দিনে ছবি আঁকার আয়োজনে তাদের মাঝেও দেখা গেলো উচ্ছ্বাস। খুশি মনে রঙ তুলিতে ফুটিয়ে তুললো ছবি।

অনেকের রঙ তুলিতে ফুটে ওঠেছে নিজের বাড়ির আঙিনা, কেউ বা মুক্তিযুদ্ধ আবার অনেকেই ফুটিয়ে তুলেছে প্রযুক্তির পণ্য। শিশুদের কোলাহলে মেলার শুরুটা বেশ ভালোই হয়েছে।

প্রতিদিন সকাল থেকে রাত ৮টা পর্যন্ত চলছে আইসিটি এক্সপো। তিন দিনব্যাপী দেশের বৃহত্তম এ এক্সপোর পর্দা নামবে শনিবার (৫ মার্চ)। আয়োজনে রয়েছে আইসিটি ডিভিশন ও বাংলাদেশ কম্পিউটার সমিতি।

প্রযুক্তিপ্রেমীরা নিত্যনতুন প্রযুক্তির নানা পণ্যের সঙ্গে পরিচিত হচ্ছেন এ মেলার মাধ্যমে। এছাড়া অনুষ্ঠিত হচ্ছে প্রযুক্তি বিষয়ে সেমিনার। যেখান থেকে নানা তথ্য ও নির্দেশনা পাওয়া যাচ্ছে।

বাংলাদেশ সময়: ১৪০৬ ঘণ্টা, মার্চ ০৪, ২০১৬
একে/জেডএস

** শার্প ব্র্যান্ডের প্রযুক্তি সম্পন্ন পণ্যে ‘ওরা গ্রুপ’র চমক

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।