ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

লিফোন’র পরিবেশক নিযুক্ত ড্যাফোডিল কম্পিউটার্স

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৪০ ঘণ্টা, মার্চ ৪, ২০১৬
লিফোন’র পরিবেশক নিযুক্ত ড্যাফোডিল কম্পিউটার্স ছবি: সংগৃহীত

ঢাকা: আন্তর্জাতিক ব্র্যান্ড লিফোন’র এক্সক্লুসিভ পরিবেশক নিযুক্ত হয়েছে দেশের অন্যতম তথ্যপ্রযুক্তি সেবাদাতা প্রতিষ্ঠান ড্যাফোডিল কম্পিউটার্স লি:।

বৃহস্পতিবার (০৩ মার্চ)  রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত আইসিটি ফেয়ার ২০১৬’তে ড্যাফোডিল প্যাভিলিয়নে পণ্যটির বাজারজাতকরণ উদ্বোধন করেন ড্যাফোডিল গ্রুপের চেয়ারম্যান মো: সবুর খান।

এ সময় উভয় প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

স্মার্টফোনের গ্রাহকরা এই লিফোনে বর্তমানে দারুণ একটি সুবিধা উপভোগ করতে পারবেন। ৩জি এর দামেই ব্যবহার করতে পারবেন ৪জি।

উল্লেখ্য, প্রযুক্তিপণ্যের এই আসরে  ড্যাফোডিল গ্রুপের সকল শিক্ষা ও সেবাদাতা প্রতিষ্ঠান অংশ নিয়েছে। এখান থেকে গ্রাহক ও শিক্ষার্থীরা সকল তথ্য ও সেবা নিতে পারবেন।

বাংলাদেশ সময়: ০৫১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৪, ২০১৬
এসজেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।