ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

‘রোদ-বৃষ্টি’ অফারে এক পিসিতে ৩ উপহার!

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৬
‘রোদ-বৃষ্টি’ অফারে এক পিসিতে ৩ উপহার!

দেশের ইতিহাসে প্রথমবারের মতো প্রযুক্তিপণ্যে ঋতু-ভিত্তিক গ্রাহক প্রণোদনা অফার চালু করেছে প্রযুক্তিপণ্য ও সেবাদাতা প্রতিষ্ঠান কম্পিউটার সোর্স।  

‘রোদ-বৃষ্টি’শীর্ষক এই অফারে একটি পিসির সঙ্গে দেয়া হচ্ছে ত্রিমাত্রিক উপহার।

এরমধ্যে গ্রাহক পর্যায়ে দেশী ব্র্যান্ডের প্রতিটি সিএসএম ডেস্কটপ পিসির সঙ্গে উপহার থাকছে একটি আকর্ষণীয় ছাতা। সঙ্গে রয়েছে স্ক্র্যাচ কার্ড ঘঁষে টি-শার্ট, ব্যাগ প্যাক, জ্যাকেট, মগ ও কলম সহ দারুণ সব উপহার পাওয়ার সুযোগ।

আর নিশ্চিন্তে পিসি ব্যবহারের সুযোগ করে দিতে সিএসএম’র প্রতিটি পিসি’র সঙ্গেই দেয়া হচ্ছে সর্বোচ্চ ৩ বছরের বিক্রয়োত্তর সেবা সুবিধা।

অফারকৃত এসব পিসি’র মধ্যে রয়েছে সদ্য অবমুক্ত ষষ্ঠ প্রজন্মের দুর্দান্ত গতির সিএসএম লেকসাস, ফোর্ড এবং ফেরারী পিসি। এছাড়াও চতুর্থ প্রজন্মের ভ্যালেন্সিয়া, লিভারপুল, আর্সেনাল, ম্যানইউ এবং ম্যানসিটি পিসি-তে মূল্যহৃাস করে আরও বাজেট বান্ধব করা হয়েছে।   

বাংলাদেশ সময়: ২৩৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৬
এসজেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।