ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

প্র্যাকটিস কনটেস্ট দিয়ে শুরু হচ্ছে ‘হাইস্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতা’

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪০৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৬
প্র্যাকটিস কনটেস্ট দিয়ে  শুরু  হচ্ছে ‘হাইস্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতা’

‘জাতীয় হাইস্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতায়’ হাইস্কুল শিক্ষার্থীদের অংশগ্রহনের সুযোগ তৈরি করে দেয়ার উদ্দেশ্যে   ২৬ ফেব্রুয়ারি (শুক্রবার) আয়োজন করা হয়েছে অনলাইন প্রোগ্রামিং প্র্যাকটিস কনটেস্টের। আর এই প্র্যাকটিস কনটেস্টের মাধ্যমে শুরু  হয়ে যাচ্ছে এ বছরের জাতীয় হাইস্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতার আয়োজন।



দেশের হাইস্কুল শিক্ষার্থীদের কম্পিউটার প্রোগ্রামিং-এর প্রতি আগ্রহী করে তুলতে এবং তাদের দক্ষতা বৃদ্ধির জন্য  সরকারে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ গত বছর থেকে এই আয়োজন শুরু করে।

প্রতিযোগিতায় প্রোগ্রামিং ছাড়াও থাকবে আইসিটি কুইজ। ৬ষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণী এবং পলিটেকনিক ইনস্টিটিউটের ৪র্থ সেমিস্টার পর্যন্ত শিক্ষার্থীদের জন্য এবার ১৬টি আঞ্চলিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এই প্রোগ্রামিং প্রতিযোগিতা হবে অনলাইন জাজিং প্ল্যাটফর্ম কোডমার্শালে (www.codemarshal.org)।

প্রতিযোগিতা সম্পর্কে কোডমার্শালের প্রধান নির্বাহী কর্মকর্তা মাহমুদুর রহমান বলেন, খুদে প্রোগ্রামারদের অনলাইন প্রোগ্রামিং সম্পর্কে সম্যক ধারণা দেওয়ার উদ্দেশ্যে এই প্র্যাকটিস কনটেস্টের আয়োজন।

তিনি জানান, শুক্রবার সন্ধ্যা ৬.৩০ থেকে যেকেও অনলাইন কনটেস্টে অংশগ্রহণ করতে পারবে। তবে, যাদের কোডমার্শালে অ্যাকাউন্ট নেই তাদের এরইমধ্যে নিবন্ধিত হতে হবে।

কোডমার্শাল প্ল্যাটফর্ম ছাড়াও দেশের আরো কিছু অনলাইন ফ্ল্যাটফর্মে শিক্ষার্থীদের অনুশীলনমূলক কনটেস্টের আয়োজন করা হবে বলে জানান প্রতিযোগিতার বাস্তবায়ন সহযোগী বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের সমন্বয়কারী কাব্য আহমেদ।

উল্লেখ্য যে, দেশের ১৬টি শহরে “রংপুর, রাজশাহী,  খুলনা,  সিলেট, চট্টগ্রাম, বরিশাল, ঢাকা, গোপালগঞ্জ, দিনাজপুর, পাবনা, পটুয়াখালী, টাঙ্গাইল,
নোয়াখালী, কুমিল্লা, যশোর ও ময়মনসিংহে” প্রতিযোগিতার কার্যক্রমগুলো অনুষ্ঠিত হবে।

আগামী ৬ মার্চ থেকে ৩ এপ্রিল-এর মধ্যে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চট্রগ্রাম প্রকৌশল  ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, কবি নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়,পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, হাজী মোহাম্মদ দানেশ  বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এগুলো অনুষ্ঠিত হবে।

আর সব অঞ্চলের বিজয়ীদের নিয়ে আগামী ৯ এপ্রিল  ঢাকার  কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত হবে জাতীয় পর্যায়ের প্রতিযোগিতা ২০১৬।

আইসিটি ডিভিশনের এই আয়োজনের প্রধান পৃষ্ঠপোষক রবি আজিয়াটা লিমিটেড, বাস্তবায়ন সহযোগী বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক, একাডেমিক সহযোগিতায় কোডমার্শাল, পার্টনার কিশোর আলো, এটিএননিউজ, বিআইজিএফ।

প্রতিযোগিতা সম্পর্কে আরো জানা যাবে http://www.nhspc.org/ এবং  www.facebook.com/nhspcbd ঠিকানায়।

বাংলাদেশ সময়: ০৫০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৬
এসজেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।