ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

ময়মনসিংহে ৫ দিনব্যাপী বিসিএস ডিজিটাল এক্সপো শুরু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৬
ময়মনসিংহে ৫ দিনব্যাপী বিসিএস ডিজিটাল এক্সপো শুরু ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ময়মনসিংহ: ময়মনসিংহে পাঁচ দিনব্যাপী বিসিএস ডিজিটাল এক্সপো শুরু হয়েছে।

বুধবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে নগরীর সার্কিট হাউজ জিমনেশিয়ামে এক্সপো’র উদ্বোধন করেন ধর্মমন্ত্রী প্রিন্সিপাল মতিউর রহমান।



বাংলাদেশ কম্পিউটার সমিতি ময়মনসিংহ জেলা শাখা এ ডিজিটাল এক্সপো’র আয়োজন করেছে।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ কম্পিউটার সমিতির সাবেক সভাপতি মোস্তফা জব্বার, সংগঠনের যুগ্ম মহাসচিব ওয়াহিদুজ্জামান ও ময়মনসিংহ জেলা শাখার সভাপতি শাহীন মোহাম্মদ আসিফ প্রমুখ।

বাংলাদেশ কম্পিউটার সমিতি ময়মনসিংহ জেলা শাখার সভাপতি শাহীন মোহাম্মদ আসিফ বাংলানিউজকে জানান, ডিজিটাল এক্সপোতে মোট ৫২টি স্টল স্থান পেয়েছে। এতে প্যাভিলিয়ন সাতটি।

বাংলাদেশ সময়: ১৭১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৬
এএটি/জেডএস


বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।