ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

মোবাইলে বাংলায় ইন্টারনেট ব্রাউজিং চালু করল ইউসি ব্রাউজার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৬
মোবাইলে বাংলায় ইন্টারনেট ব্রাউজিং চালু করল ইউসি ব্রাউজার ছবি: বাদল/ বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বিশ্বে প্রথমবারের মত বাংলায় ওয়েব ব্রাউজিংয়ের সুবিধা নিয়ে এল ইউসি ওয়েব। বিশ্বের সাথে বাংলাদেশিদের সংযোগ আরো বেশি সহজতর করার লক্ষ্যে এমন সেবা চালু করেছে মোবাইল ইন্টারনেট সফটওয়ার ও সার্ভিস প্রদানকারী প্রতিষ্ঠান আলিবাবা।

 

দুই শতাধিক মোবাইল হ্যান্ডসেট প্রস্তুতকারী কোম্পানির তিন হাজারেরও বেশি মডেলের মোবাইল ডিভাইসে ব্যবহার করা যায় ইউসি ব্রাউজার। এছাড়া প্রায় সব ধরনের অপারেটিং সিস্টেমেও ব্যবহার করা যাবে এটি।

বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) রাজধানীর একটি হোটেলে এই সেবাটির কার্যক্রম সম্পর্কে সংবাদ সম্মেলন করে ইউসি ব্রাউজার। এ সময় ইউসি ওয়েবের ইমার্জিং মার্কেটের মার্কেটিং ডাইরেক্টর ক্যাথরিন হং ইউসি ব্রাউজারের বাংলা সংস্করণটি উদ্বোধন করেন।

সংবাদ সম্মেলনে তিনি জানান, ২০১৫ সালের ডিসেম্বর মাসে বিশ্বে প্রথমবারের মত বাংলায় পরীক্ষামূলকভাবে মোবাইল ব্রাউজার চালু করা হয়। এরপর আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের উপহার হিসেবে বাংলাদেশিদের জন্য বাংলা সংস্করণ ব্রাউজার সেবা চালু করা হলো।

দেড়শ’টি দেশ ও এলাকায় সেবা দানকারী ইউসি ব্রাউজার ১১টি ভাষায় পাওয়া যায় এবং এনড্রয়েড, আইওএস, উইন্ডোজ ফোন, ব্ল্যাকবেরি, জাভা, ও সিমবিয়ান সহ সকল প্রধান অপারেটিং সিস্টেমে ব্যাবহার উপযোগী।

এমন কী স্থানীয় ব্যাবহারকারীদের প্রয়োজন ও পছন্দ মাথায় রেখে দ্রুত ফেইসবুক অ্যাকসেস, স্মার্ট ডাউনলোড, নাইট মুড, কাস্টম থিম, ব্রাউজিং হিস্ট্রি ছাড়া ব্রাউজিং এবং ফানি ডুডল শেয়ার সেভার পাওয়ার ব্যবস্থা রয়েছে এই ব্রাউজারে।

এই ব্রাউজার প্রসঙ্গে ইউসি ওয়েব ইন্টারন্যাশনাল বিজনেস ডেভেলপমেন্ট বিভাগের ম্যানেজিং ডিরেক্ট কেনি ইয়ে বলেন, বিশ্বে ৪টি বড় বাজার চীন, ভারত, ইন্দোনেশিয়া ও পাকিস্তানে ইউসি ব্রাউজার প্রথম মোবাইল ব্রাউজার হিসেবে ব্যবহৃত হয়।

বাংলাদেশে এই ব্রাউজারের জনপ্রিয়তা খুব দ্রুত বৃদ্ধি পাচ্ছে। ২০১৫ সালে ইউসি ব্রাউজারের দৈনিক সক্রিয় ব্যবহারকারী ১০৯.২ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এই সেবার মাধ্যমে বিশ্বের সাথে বাংলাদেশিদের যোগাযোগ বৃদ্ধি পাবে বলেও তিনি আশাবাদী।

ইউসি ওয়েব হলো আলিবাবা গ্রুপের একটি প্রতিষ্ঠান। আলিবাবা গ্রুপ বিশ্বের নেতৃস্থানীয় মোবাইল ইন্টারনেট সফটওয়ার ও সার্ভিস প্রদানকারী প্রতিষ্ঠান।  
 
ইউসি ওয়েব সম্পর্কে আরো বিস্তারিত তথ্য www.ucweb.com এই ঠিকানায় জানা যাবে।  

বাংলাদেশ সময়: ১৭০২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৬
এফবি/আরআই 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।