ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

ডেল ল্যাপটপে দ্বিগুণ সেবা

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭১৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৬
ডেল ল্যাপটপে দ্বিগুণ সেবা

নতুন বিক্রিত ল্যাপটপে সেবা দ্বিগুন করেছে ডেল বাংলাদেশ। সেই ধারাবাহিকতায় নিজস্ব বিপনীকেন্দ্রগুলো থেকে দুই বছরের বিক্রয়োত্তর সেবা দিচ্ছে দেশের অন্যতম তথ্যপ্রযুক্তি পণ্য-সেবাদাতা প্রতিষ্ঠান কম্পিউটার সোর্স।



দেশের ব্যবহারকারীদের কাজের ধরণ ও অর্থনৈতিক অবস্থা বিবেচনায় অধিকতর উচ্চমানের গ্রাফিক্স এবং বিদ্যুৎ সাশ্রয়ী ও দীর্ঘস্থায়ী ব্যাকআপ সুবিধার সাশ্রায়ী মূল্যের নতুন চারটি মডেলের ল্যাপটপে এই সুবিধা যুক্ত করা হয়েছে।

এর মধ্যে সদ্য অবমুক্ত ইন্সপায়রন সিরিজের ষষ্ঠ প্রজন্মের ডেল ৫৪৫৯ ও ৫৫৫৯ মডেলে রয়েছে কোর আই -৫ ও কোর আই-৭ সংস্করণ। আর পঞ্চম প্রজন্মের ডেল ৫৪৫৮ ও ডেল ৫৫৫৯ মডেলে রয়েছে কোরআই-৩ ও কোরআই-৫ সংস্করণ।

কেবল ইন্সপায়রন নয়, ভস্ত্র ও এক্সপিএস সিরিজেও  দুই বছরের বিক্রয়োত্তর সেবা দেয়া হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

এ বিষয়ে কম্পিউটার সোর্সের অফিসিয়াল ওয়েব সাইটে www.computersourcebd.com গিয়ে ল্যাপটপগুলো সম্পর্কে বিস্তারিত জানা যাবে। কিংবা ০১৭৩০৩৩৪১৬৩ নম্বরে ফোন করেও প্রয়োজনীয় তথ্য জানতে পারবেন গ্রাহক।

বাংলাদেশ সময়: ০৭১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৬
এসজেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।