ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

তথ্যের ভাণ্ডার হিসেবে গ্লোবাল বাংলা টাইমস’র যাত্রা শুরু

তথ্য-প্রযুক্তি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৯ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৫
তথ্যের ভাণ্ডার হিসেবে গ্লোবাল বাংলা টাইমস’র যাত্রা শুরু

ঢাকা: ‘তথ্যের ভাণ্ডার’ হিসেবে গ্লোবাল বাংলা টাইমস নামে একটি ওয়েবসাইট চালু হয়েছে।

মঙ্গলবার (১৫ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।



এতে বলা হয়, বাঙালির নৃ-তাত্ত্বিক পরিচয়, ভূ-খণ্ডের পরিচয়, সাংস্কৃতিক যোগাযোগ, শিল্প-সাহিত্য, লোকজ সংস্কৃতি, ক্রীড়া ব্যক্তিত্ব, রাজনীতি, শিক্ষা, বিজ্ঞানসহ নানা তথ্য পাওয়া যাবে ওয়েবসাইটটিতে।

বিজ্ঞপ্তিতে ওয়েবসাইটের কর্ণধার ও সম্পাদক হাবিবুর রহমান জানান, বাংলা ভাষাকে বিশ্বের দরবারে পৌঁছে দিতে গ্লোবাল বাংলা টাইমস (www.globalbanglatimes.com)-এর সৃষ্টি।

বাংলাদেশ সময়: ২০২৭ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৫
আরএইচএস/এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।