ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

‘টুইটার বন্ধে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা নেই’

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০১ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৫
‘টুইটার বন্ধে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা নেই’ স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল/ফাইল ফটো

ঢাকা: টুইটার বন্ধে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কোনো প্রকার নির্দেশনা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এমপি।

সোমবার (১৪ ডিসেম্বর) বেলা সাড়ে ৩টায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।



স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, টুইটার বন্ধের বিষয়টি ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় ভালো জানে। এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কোনো নির্দেশনা নেই।

তিনি বলেন, আমরা ফেসবুক, ভাইবার, হোয়াটস অ্যাপ, ফেসবুক মেসেঞ্জার বন্ধ করার নির্দেশনা দিয়েছিলাম। আপনারা জানেন গত ১০ ডিসেম্বর ফেসবুক খুলে দিয়েছি। খুব শিগগিরই বাকিগুলো খুলে দেওয়া হবে।

এদিকে টুইটার বন্ধের বিষয়ে ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম বোরবার (১৩ ডিসেম্বর) রাতে  বাংলানিউজকে জানান, এটা নতুন কোনো সিদ্ধান্ত নয়। আগে নেওয়া সিদ্ধান্তই বাস্তবায়ন হচ্ছে।    

গত ১৮ নভেম্বর বাংলাদেশে ফেসবুক, ভাইবার, হোয়াটস অ্যাপ, ফেসবুক মেসেঞ্জার বন্ধ করার নির্দেশনা দেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এরপর ১০ ডিসেম্বর ফেসবুক খুলে দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৫
এসএমএ/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।